সৃজনের জন্য ভোট দিলেন সুজন
সারা দিন নিজের কেন্দ্রের ভোট সামলেও সৃজন ভট্টাচার্যের জন্য একে বারে শেষ মুহুর্তে এসে সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের কালিকাপুর বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সুজন চক্রবর্তী। ভোট দিয়ে তিনি জানান, সারা দিনের ভোটপর্ব নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় তিনি হতাশ।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৭:৫৩
ভোট দিলেন কান্তি
মথুরাপুর লোকসভা কেন্দ্রের উত্তর কুমড়ো পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৭:৪৮
বিকেল ৫টা পর্যন্ত কত ভোট?
নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সপ্তম তথা শেষ দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৯ আসনে ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ। ভোটদানের হারের নিরিখে সকলের চেয়ে এগিয়ে ৭৬.৫৬ শতাংশ। বিকেল ৫টার হিসাব অনুযায়ী সবচেয়ে কম ভোট পড়েছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.২৩ শতাংশ।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৭:০১
সজল ঘোষের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর
বরাহনগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর। অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৬:৪৮
ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা
কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৬:১৩
বারাসতের বিজেপি প্রার্থীর কনভয়ে কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কা অটোতে
হাড়োয়ার বেড়াচাঁপা এলাকায় বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কনভয় যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কা অটোতে। দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৬:১০
দুপুর ৩টে পর্যন্ত কত ভোট পড়ল?
কমিশন সূত্রের খবর, সপ্তম দফায় দুপুর ৩টা পর্যন্ত বাংলার নয় আসনে ভোটদানের হার ৫৮.৪৬ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই (৬৬.৭৬ শতাংশ)। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৫১.২২ শতাংশ ও ৫০.৬১ শতাংশ।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৫:৫৮
সন্দেশখালির বয়ারমারিতে বিজেপির বিক্ষোভ
সন্দেশখালির বয়ারমারিতে বিজেপির বিক্ষোভ। তৃণমূল কর্মী-সমর্থকেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। পুলিশ এসে সেই অবরোধ জোর করে তুলে দেয়। এর পর বিজেপি কর্মী-সমর্থকেরা বয়ারমারির বাসন্তী সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পৌঁছন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তিনি। বিজেপির অভিযোগ, তৃণমূলের মারে গুরুতর আহত হয়েছেন বিজেপি কর্মী চঞ্চল খাটুয়া।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৫:৫৩
বাসন্তীতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
বাসন্তীর আমঝাড়া এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ঘটনায় আহত তৃণমূলের দুই কর্মী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আহত তৃণমূল কর্মীদের নাম তন্ময় হালদার ও বিশ্বনাথ অধিকারী। তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৫:৫১
মাংস-ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বাসন্তীতে
মাংস-ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাসন্তীর তালদহ শিকারিপাড়ার ঘটনা। অভিযোগ, ৬৫ নম্বর বুথের ভোটারদের মাংস-ভাত খাইয়ে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। অভিযোগ, মোট ১৪০০ মানুষের জন্য মাংস-ভাতের ব্যবস্থা করা হয়েছিল। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা সেখানে পৌঁছে খাওয়া-দাওয়া বন্ধ করে দেন।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৫:৪৮
ভোট দিলেন সোহম
দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বেহালায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেতা সোহম চক্রবর্তী।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৫:৪৬
সন্দেশখালিতে উত্তেজনা
সন্দেশখালিতে বাড়ছে উত্তেজনা। সন্দেশখালির বয়ারমারিতে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি স্থানীয় গ্রামবাসীদের। রাজবাড়ি এলাকাতেও স্থানীয় এক মহিলা আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই রাজবাড়ি ফাঁড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৫:২৭
ভোট দিলেন রচনা
ভোট দিলেন অভিনেত্রী তথা হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৫:২৫
বসিরহাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট দক্ষিণ বিধানসভার টাকি এলাকার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। এই ঘটনায় উভয় পক্ষের এক জন করে আহত হয়েছেন বলে খবর। তৃণমূলের অভিযোগ, ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি ক্যাম্পে হঠাৎই বিজেপির কর্মী-সমর্থকেরা এসে ভাঙচুর চালান। বাধা দিতে গেলে দু’পক্ষের হাতাহাতি শুরু হয়।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৫:২০
ভোট দিলেন দেব
ভোটের হার কম। তাই সবাইকে ভোট দেওয়ার আবেদন জানালেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, তাঁর পরিচিত কয়েক জন ভোট দিতে যান না। এই নিয়ে তাঁদের সঙ্গে ঝামেলাও হয়েছে তাঁর। পাশাপাশি অভিনেতা জানিয়েছেন, লোকসভা নির্বাচনে তৃণমূলের আসন এবং ভোট বৃদ্ধি পাবে। ধর্ম নিয়ে রাজনীতি করা ঠিক নয় বলেও মন্তব্য করেন দেব।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৫:১৬
ভোট দিলেন অভিনেতা জিৎ
সস্ত্রীক ভোট দিলেন অভিনেতা জিৎ ।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৫:০৪
শাসনে ভোট দিলেন মজিদ মাস্টার
শাসনে ভোট দিলেন মজিদ মাস্টার। ভোট দিয়ে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যানে বসা নিয়ে তিনি কটাক্ষ করেন। পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকার উন্নয়নে সচেষ্ট। তবে সরকারের নানাবিধ জনমুখী প্রকল্পের সমালোচনাও করেন তিনি। তাঁর দাবি, লক্ষ্মীর ভান্ডার শুধু গরিব মহিলাদের দেওয়া হোক।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৫:০১
উত্তপ্ত বারাসাত লোকসভা কেন্দ্র
উত্তপ্ত বারাসাত লোকসভা কেন্দ্র। বারাসাতের অশোকনগরের বাঁকপুল চাক এলাকার ৭৩ নম্বর বুথের কাছে একে অপরের দিকে ইট ছোড়ার অভিযোগ উঠস আইএসএফ এবং তৃণমূল কর্মী-সমর্থকেদের বিরুদ্ধে।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৪:৩৪
ভোট দিলেন সৃজন
ভোট দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ভোট দিয়ে তিনি জানান, সন্ত্রাসকে উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা খুব একটা সন্তোষজনক নয় বলেও তাঁর দাবি।
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৪:২৮
দক্ষিণ দমদমে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল নেতা প্রবীর পালের নেতৃত্বেই মূলত এই হামলা চালানো হয় বলে অভিযোগ।