‘রেকর্ড সংখ্যক ভোট দিন’, দেশবাসীর কাছে ছয় ভাষায় আবেদন প্রধানমন্ত্রীর

প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার আট মন্ত্রী। বেশ কয়েক জন প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন ভোটযুদ্ধে। গোটা দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হবে শুক্রবার। ২০১৯ সালে উত্তরবঙ্গের তিন কেন্দ্র-সহ ১০২টি আসনের মধ্যে মোট ৪৫টিতে জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যে বিপুল জয় পেয়েছিল তারা। এ বার কয়েকটি আসনে জোর টক্কর হতে পারে।

শুধু মূল বিষয়গুলি

শেষ আপডেট:১৯ এপ্রিল ২০২৪ ০৮:০৬

ভোট দিলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম

শুক্রবার তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার একটি বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। শিবগঙ্গা লোকসভা আসন থেকেই এ বার কংগ্রেস প্রার্থী করেছে চিদম্বরম-পুত্র কার্তিকে। বিজেপির হয়ে লড়ছেন দেবনাথন যাদব এবং এআইএডিএমকে-র প্রার্থী জেভিয়েরদাস। ২০১৯ সালে এই আসন থেকেই জিতে সাংসদ হয়েছিলেন চিদম্বরম-পুত্র।

https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1781135308882657711&lang=en-gb&origin=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_edit_live_blog%26id%3D1510932&sessionId=e8fbcb5e6ae7bf084e76596f897f026f12c92927&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

timer শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৭:৫৭ key status

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভোটগ্রহণ চলছে

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের ভোট দেওয়ার কথা এই সব রাজ্য থেকে। সকাল থেকেই অসমের বেশকিছু বুথের বাইরে লম্বা লাইন দেখা দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের মণিপুরের দিকেই নজর সকলের। ইনার মণিপুর এবং আউটার মণিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দু’দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। মণিপুরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বুথে বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।

timer শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৭:৪৬ key status

ভোট দিলেন সঙ্ঘপ্রধান ভাগবত

রাষ্ট্রীয় সেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত শুক্রবার সকাল সকালই ভোট দিতে বুথে পৌঁছে যান। মহারাষ্ট্রের নাগপুরের এক বুথে এসে ভোট দেন তিনি।

timer শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৭:৩৪ key status

‘রেকর্ড সংখ্যক ভোট দিন’, দেশবাসীর কাছে ছয় ভাষায় আবেদন প্রধানমন্ত্রীর

ঘড়ির কাঁটায় সকাল ৭টায় দেশ জুড়ে শুরু হয় প্রথম দফার ভোটগ্রহণ। ভোট শুরুর ঠিক আগেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোটগ্রহণের আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইংরেজি, হিন্দি, তামিল, মরাঠী, বাংলা এবং অসমিয়া— মোট ছয় ভাষায় পোস্ট করেন তিনি। মোদী তাঁর পোস্টে লেখেন, ‘‘ভোটারদের প্রতি আমার আবেদন রেকর্ড সংখ্যক ভোটদানের। বিশেষ করে তরুণ ও প্রথম বারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই। সর্বোপরি, প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে আর প্রতিটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ!

https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1781131360121630979&lang=en-gb&origin=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_edit_live_blog%26id%3D1510932&sessionId=64b2ffda7bb14df049583b9dbbfe40a6b9447c9a&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১৬:২৬ key status

তামিলনাড়ুর সব আসনেই হচ্ছে ভোটগ্রহণ

পাশাপাশি, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ছয় আসন, উত্তরপ্রদেশের আট আসন, রাজস্থানের ১২ আসনে ভোটগ্রহণ করাচ্ছে নির্বাচন কমিশন। দক্ষিণ ভারতের এই রাজ্যে ৩৯টি আসনে ভোটগ্রহণ চলছে।

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১৬:২৫ key status

পশ্চিমবঙ্গের তিন আসন ছাড়াও ভোটগ্রহণ হচ্ছে দেশের অন্যান্য ৯৯ আসনে

এ ছাড়াও অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ের দু’টি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে। একটি করে আসনে ভোটগ্রহণ হবে ছত্তীসগঢ়, মিজ়োরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরিতে। বিহারের চার আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। উল্লেখ্য, মণিপুরে মোট দু’টি লোকসভা আসন। ইনার মণিপুর এবং আউটার মণিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দু’দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার তাই আউটার মণিপুরের একাংশে ভোটগ্রহণ হচ্ছে। বাকি অংশে ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল।

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১৬:২২ key status

শুরু হল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ

গোটা দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হল শুক্রবার। মোট ১০২ আসনে ভোটগ্রহণ রয়েছে প্রথম দফায়। তার মধ্যে পশ্চিমবঙ্গের তিন আসন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্রও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.