প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস বিজনেস ফোরামে সংস্থার ভবিষ্যতের রোডম্যাপ দিয়েছেন | সেইসঙ্গে ভারতীয় সময় বুধবার গভীর রাতের ওই সম্মেলনে সদস্য দেশগুলিকে ভারতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি । প্রধানমন্ত্রী বলেন, ভারতে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি ব্যবসার জন্য অনুকূল পরিবেশ রয়েছে। দেশের অর্থব্যবস্থাকে পাঁচ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে চান উল্লেখ করে ব্যবসার ক্ষেত্রে ভারতে অনেক সম্ভাবনা রয়েছে বলে তিনি সদস্য দেশগুলিকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি আরও বলেন যে, বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় পঞ্চাশ শতাংশ অবদান রয়েছে ব্রিকস দেশগুলির এবং মন্দা সত্ত্বেও এই দেশগুলির অর্থনৈতিক বিকাশ গতিশীল রয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস বিজনেস ফোরামের প্রশংসা করে বলেন যে, ব্যবসার ক্ষেত্রকে সহজ করলেন পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে। প্রধানমন্ত্রী পরবর্তী ব্রিকস সম্মেলনের জন্য পাঁচটি অঞ্চল চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, ব্রিকস দেশগুলি তাদের প্রতিভা এবং সৃজনশীলতার জন্য বিখ্যাত | এর জন্য মানব সম্পদের শোষণ এবং সামাজিক সুরক্ষা চুক্তির বিষয়ে বিবেচনা করা উচিত।
2019-11-14