আবু ধাবী তে অনুষ্ঠিত হওয়া স্পেশাল অলিম্পিক ২০১৯ এ ভারতের ৩০ টি সোনার মেডেল, এছাড়াও রয়েছে ৩৩ টি রুপা ও ৩২ টি ব্রোঞ্জ মেডেল ।
কিন্তু কয়েক দিন বাদেই শুরু হতে যাওয়া আইপিএল এর আড়ালে ঢাকা পড়ে গেল তিন বারের ব্যর্থতার পরে এবারের সফল পাওয়ার লিফটার মানালি মনোজ সালখে র লড়াই এর গল্প।
১৯ বছর বয়সী এই এ্যাথেলিট যে যোগ্যতার মাপকাঠি তে নিজেকে নিয়ে গেছে তার উপযুক্ত সম্মান কিংবা একজন সাধারন মানের ক্রিকেটার যে আভিজাত্য পূর্ণ জীবন যাপন করেন তার ছিটে ফোঁটা টুকু পাচ্ছেন কি?
এর পরেও কয়েক দিন কিছু অল্প সংখ্যক টুইটার এর টুইট এই হারিয়ে যাবেন নিজের সাথেই লড়াই করে দেশ এর জন্যে সম্মান এনে দেওয়া স্পেশাল অলম্পিয়ান সুপ্রিত সিং, রিসভ জৈন প্রিয়া প্রকাশ গাবা রা। শুধু থেকে যাবেন কিছু গুগল সার্চ এ কিম্বা রিয়েলিটি কুইজ শো এর প্রশ্নে।
অটিজম এর সাথে লড়াই করে রনবীর সিং সাইনি ভারতের প্রথম সোনার মেডেল এনেছিলেন গলফ খেলায় মাত্র ১৪ বছর বয়সে। কেউ কি তাকে মনে রেখেছে?
খুব বেশিদিন আগে নয় ২০১৫ তে লস এঞ্জেলেস স্পেশাল অলিম্পিকে পাওয়ার লিফটার ফুলন দেবির সোনার মেডেল পাওয়ার গল্প ও হারিয়ে গেছে।
কিন্তু এই বিশেষ ভাবে পারদর্শী ছেলে মেয়েদের গল্প পরবর্তী প্রজন্ম না শুনলে তারা আগ্রহী হবে কি?