নির্বাচন কমিশনের নজরে অনুব্রত মণ্ডল। তাঁর বক্তব্যের ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।
সোমবার অনুব্রত মন্ডল দলীয় কর্মীদের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীকেও নকুল দানা খাওয়ানোর। এতদিন বিরোধীদের নকুল দানা ও জল খাওয়ানর কথা বলে বিতর্ক শুরু করেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। রবিবার থেকে বীরভূমের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা প্রচারে নকুল দানা খাওয়াচ্ছেন সাধারন মানুষকে। বিরোধীরা অনুব্রতর এই প্রচারের কৌশল নিয়ে আজ কমিশনের দ্বারস্থ হয়েছে।
বিরোধীদের অভিযোগ, নকুল দানা দিয়ে আসলে ‘কেষ্ট’ সন্ত্রাসের আবহ তৈরি করছে। তারমধ্যেই কেন্দ্রীয় বাহিনীকে নকুল দানা দিয়ে বীরভূমে স্বাগত জানাতে হবে বলে জানিয়েছেন তৃণমূলের বীরভূম জেলাসভাপতি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সারাদিন রুটমার্চ করে ক্লান্ত হবেন। আমাদের মানুষ হিসেবে একটা কর্তব্য আছে। সেই সময় কোনও তৃণমূল কর্মী নকুল দানা আর জল দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানাতেই পারেন। তাতে আপরাধের কিছু নেই বলে জানান অনুব্রত। অন্যদিকে রুটমার্চের নাম করে কেন্দ্রীয় বাহিনী বারাবারি শুরু করেছে বলেও জানান অনুব্রত মন্ডল।
অনুব্রত মন্ডলের কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই মন্তব্য নির্বাচন কমিশন ভালোভাবে নেয়নি। সূত্রের খবর, কমিশন অনুব্রত মণ্ডলের বক্তব্যের ভিডিও ফুটেজটি ভালো করে দেখছে। তারপর তার সত্যতা যাচাই করে তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করতে পারে কমিশন।