“ভারতের ভবিষ্যত মোদী৷ তিনি যদি ২০১৯ সালে ক্ষমতায় আসেন, তবে পাকিস্তানের নকশাই বদলে দেবেন৷” এমনই মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মার৷ তাঁর মতে ভারতের ভবিষ্যত একা বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে মোদীর৷
উত্তরপ্রদেশের সিকান্দ্রাবাদে এক জনসভায় সোমবার মহেশ শর্মা বলেন, “দেশের উন্নতির জন্য কোনও কাজ করেনি কংগ্রেস৷ ইতিহাস দেখুন৷ শুধু ব্যর্থতাই রয়েছে তাঁদের জন্য৷ কিন্তু মোদী সিংহের মত দেশের নাম উজ্জ্বল করেছেন৷ আগামী ৫ বছরে দেশকে নতুন দিশা দেখাবেন মোদী, যদি তিনি দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসেন৷”
এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে পাপ্পু বলে ডেকে তিনি বলেন পাপ্পুর সঙ্গে এবার যোগ হয়েছে পাপ্পু কি পাপ্পি (প্রিয়াঙ্কা গান্ধী)৷ মায়াবতী, অখিলেশ, পাপ্পু আর পাপ্পি-সবাই প্রধানমন্ত্রী হতে চাইছে৷ প্রিয়াঙ্কা কি দেশের মেয়ে আগে ছিল না? কংগ্রেসের ঘরের মেয়ে আগে ছিল না? তাহলে প্রিয়াঙ্কা রাজনীতিতে এসে নতুন কী করল বলে প্রশ্ন তুলেছেন তিনি৷
দেশের ভোট আসন্ন৷ সাত দফাতেই ভোট উত্তরপ্রদেশে৷ ভোটের প্রচারেও তাই অভিনবত্বের ছাপ রেখে কর্মীদের মন জয়ের আশায় কংগ্রেস৷ এখনও পর্যন্ত জানা যাচ্ছে, নৌকায় বসে মানুষের কথা শুনবেন প্রিয়াঙ্কা গান্ধী৷ সেই প্রচারের নাম দেওয়া হয়েছে ‘বোট পে চর্চা’৷ যা ঘিরে উৎসাহ তুঙ্গে৷ আর প্রিয়াঙ্কার এই প্রচারকেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি৷