আলু পেয়াজের দাম বেড়েই চলেছে,কী বলছে আজকের বাজারদর

বৃহস্পতিবার বাজারে গিয়ে কত খসবে পকেট থেকে? জেনে নিন আজকের পাইকারি বাজারদর৷

সবজি

জ্যোতি আলু– ১৮-২০ টাকা প্রতিকিলো,নতুন আলু – খোলা বাজারে ৪০ টাকা প্রতিকিলো, পিঁয়াজ– ৫০–৬০ টাকা প্রতিকিলো, আদা– ৬০–৭০ টাকা প্রতিকিলো, নতুন আদা – ৪০–৫০ টাকা প্রতিকিলো, পটল– ৩০-৩৫ টাকা প্রতিকিলো, ঢ্যাঁড়শ– ৫০-৬০ টাকা প্রতিকিলো, কুমড়ো– ১০-১৫ টাকা প্রতিকিলো, উচ্ছে– ৬১-৭০ টাকা প্রতিকিলো,

ঝিঙে– ৪০-৫০ টাকা প্রতিকিলো, বেগুন – ৩০-৩৫ টাকা প্রতিকিলো, টমেটো– ৩৫-৪০ টাকা প্রতিকিলো, লঙ্কা– ৫০-৬৫ টাকা প্রতিকিলো, বিট– ৩০ –৪০ টাকা প্রতিকিলো, গাজর– ৪৫ –৫০ টাকা প্রতিকিলো, বাধা কপি– ৩০- ৩৫ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ১২- ২০ টাকা,বরবটি – ৩০ –৪০ টাকা প্রতিকিলো, করলা– ৩৫–৫০ প্রতিকিলো, লাউ – ১৫ –২০ টাকা প্রতিকিলো৷ পেপে – ০৮-১০ টাকা প্রতিকিলো, সিম- ৪৫-৬০ টাকা প্রতিকিলো৷

মাছ

ভেটকি – ৫৪৫ টাকা,গলদা চিংড়ি – ৫৫০ টাকা,বাগদা – ৮০০ টাকা,তোপসে – ৬০০ টাকা,পমফ্রেট – ৬৫০ টাকা,চিতল – ৯০০ টাকা,পাবদা -৬০০-৭০০টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.