তখন প্রায় সন্ধে সাতটা। রাস্তার উপর লম্বা প্রাণীকে দেখে হতভম্ব সকলে। চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকাজুড়ে। বনদফতরে খবর দেওয়া হলে বনকর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়।
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পলাশিয়া এলাকায় রাস্তা পারাপার করছিল বিশাল আকৃতির একটি সাপ। সন্ধে প্রায় সাতটা নাগাদ রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা দেখতে পায় সাপটিকে। সাধারণত এই সাপ দেখা যায় না দাঁতন এলাকায়। স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বেলদা বনদফতরে খবর দেওয়া হলে বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে।
প্রসঙ্গত, নদী তীরবর্তী এলাকা দাঁতনের পলাশিয়াতে এর আগে এই ধরনের সাপ দেখা যায়নি। বনদফতর সূত্রে খবর, এইসাপ পাইথন প্রজাতির। আকারে প্রায় সাত ফুট, ওজনে প্রায় ১৫ কেজিও বেশি। স্বাভাবিকভাবে সাপটিকে উদ্ধার করতে বেশ হিমশিম খেতে হয় বনকর্মীদের। প্রবল বৃষ্টির কারণে, এই সাপ বেরতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পাইথন প্রজাতির সাপ
উদ্ধার ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বনদফতরের বক্তব্য, বিশেষ নজরদারি এবং চিকিৎসার পর সাপটিকে হিজলি অথবা ঝাড়গ্রামে পাঠিয়ে দেওয়া হবে।