পঞ্চায়েত ভোটের মত জলপাইগুড়ি, ধুপগুড়ি উপনির্বাচনের ভোট গণনায় সন্ত্রাস হতে পারে বলে আশঙ্কা বিজেপির। বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট হাউজে নির্বাচন কমিশনের অবজারভারের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি তুলে ধরলেন সাংসদ জয়ন্ত কুমার রায়। অভিযোগ, ধুপগুড়ি পঞ্চায়েত ভোটে ভোটারদের প্রভাবিত করা হয়েছে বিভিন্নভাবে। তৃণমূল নেতারা সরাসরি ভোটারদের প্রভাবিত করেন।
অন্যদিকে গত পঞ্চায়েত ভোট ও বিধানসভা ভোটে গণনা কেন্দ্রে সন্ত্রাসজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তৃণমূল নেতারা রীতিমতো সন্ত্রাস করে গণনা কেন্দ্রে। রাত ফুরোলেই শুক্রবার সকাল থেকে শুরু হতে চলছে ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনের গণনা। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ক্যাম্পাসের নেতাজি সুভাষ ওপেন ইউনির্ভাসিটিতে গণনা কেন্দ্র করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা চলছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। সেই গণনা কেন্দ্রেই কারচুপি হওয়ার সম্ভবনা রয়েছে বলে দাবি বিজেপির। এই কারণে এ দিন সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, “পঞ্চায়েত ভোটের মত গণনা কেন্দ্রে সন্ত্রাস হওয়ার সম্ভবনা। এই কারণে গণনা কেন্দ্রে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবি তোলা হয়েছে। এছাড়া বৈধ আই কার্ড ছাড়া কাউকে যেন গণনা কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া হয় সেটাও জানানো হয়েছে। অবজার্ভার আশস্ত করেছেন।
অন্যদিকে একাংশ অফিসাররা শাসক দলের হয়ে কাজ করছেন। তাঁদের গণনা কেন্দ্রে যেন না রাখা হয় এই দাবি জানানো হয়।”