শনিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার বনহাট পঞ্চায়েতের রদিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক মজুত করেছিল তার তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাতে রামপুরহাট ১ নং ব্লকের রদিপুর গ্রামের মাঠের ধারে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬০টি পেটিতে রাখা প্রায় ১২,০০০ পিস জিলটিন স্টিক উদ্ধার করে পুলিশ। এর আগেও বেশ কয়েকবার রদিপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, এই অবৈধ
বিস্ফোরকগুলি পাথর খাদানে ব্যবহার হয়। বেশিরভাগ ক্ষেত্রে গোপন রাস্তা দিয়ে এই বিস্ফোরকগুলি ঝাড়খণ্ডে পাচার করা হয়। বীরভূম ঝাড়খণ্ডের বর্ডার এলাকায় অবস্থিত, বিভিন্ন এলাকায় অবৈধ প্রচুর পাথর খাদান আছে। পুলিশের ধারণা, সেই পাথর খাদানগুলিতে ব্যবহার হয় এই বিস্ফোরকগুলি।
প্রসঙ্গত, গত ২৮ জুন গোপন সূত্রে খবর পেয়ে, নলহাটি এলাকার এক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিসিটিভির ডিভিআর, একটি খালি ম্যাগজিন সহ দেশি পিস্তল, চারটি কার্তুজ, ১৩০ টি জিলটিন স্টিক যার ওজন ১৬.২৫০ কেজি এবং ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে। তৃণমূল নেতা মনোজ ঘোষ তারপর থেকেই পলাতক ছিল। গত ১০ জুলাই তাকে গ্রেফতার করে এনআইএ। অবৈধ বিস্ফোরক মজুতকারীদের কাছ থেকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে গত ৪ আগস্ট বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামের বাড়ি থেকে তৃণমূল নেতা ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে এনআইএ-র তদন্তকারী গোয়েন্দারা। ইসলাম চৌধুরী তৃণমূল কংগ্রেসের কুশমোড় ২ নম্বর অঞ্চলের সভাপতি। সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ইসলাম চৌধুরীর স্ত্রী পারভিন বিবি মুরারই ২ নম্বর ব্লকের কুশমোড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।