সুপ্রিম কোর্টের প্রাক্তন বাঙালি বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল হতে চলেছেন। সরকারি সূত্র থেকেই এমন সম্ভাবনার কথাই উঠে আসছে।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, লোকসভার স্পিকার সুমিত্রা মহজন এবং সিনিয়র এডভোকেট মুকুল রোহতগীর নেতৃত্বে লোকপাল নির্বাচন কমিটির বৈঠক হয়। সূত্রের খবর, সেখানেই সেরা ১০ জনের মধ্য থেকে বিচারপতি ঘোষের নাম প্রস্তাব করে কমিটি।
২০১৭ সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে অবসর গ্রহণের পর পিনাকী চন্দ্র ঘোষ, বর্তমানে তিনি এখন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। এর আগে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন এবং অন্ধ্র প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন।
২০১৪ সালের ৪ জানুয়ারিতে লোকপাল ও লোকায়ুক্ত আইন চালু হয়। কিন্তু চেয়ারম্যান পদে কাউকে না বসালে গত ৭ ই মার্চ সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। ওই মামলার রায়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ১৫ দিনের মধ্যে সরকারকে লোকপালের নাম চূড়ান্ত করতে নির্দেশ দেয়। সেই মতো লোকপাল নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।