চৌকিদার নিয়ে বিরোধী কটাক্ষের মধ্যেই মোদীর নতুন টুইট।
আসলে শনিবার শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ ক্যাম্পেন। যা বিজেপির লোকসভা ভোট প্রচারের অন্যতম অংশ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই ক্যাম্পেনের অংশ হিসেবে আগামী ৩১ মার্চ ডিজিটাল মাধ্যমে সারা দেশের মানুষের সঙ্গে মত বিনিময় করবেন মোদী। কিন্তু ‘ম্যায় ভি চৌকিদার’ ক্যাম্পেনের বিশেষত্ব কোথায়?
আজ প্রধানমন্ত্রী নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘আপনাদের চৌকিদার দেশের সেবায় সদাজাগ্রত। কিন্তু আমি একা নই, যিনি দেশের জন্য কাজ করছেন, লড়ছেন দুর্নীতির বিরুদ্ধে, অপরিচ্ছন্নতার, সমাজের শত্রুদের বিরুদ্ধে, যাঁরা যাঁরা দেশের অগ্রগতির জন্য কাজ করছেন তাঁরা সকলেই চৌকিদার। আজকে প্রত্যেক ভারতবাসী বলছে, আমিও একজন চৌকিদার।’
মোদীর এই টুইটের সঙ্গে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে দেখা যায় তিনি বলছেন, ‘আপনাদের চৌকিদার জেগে আছে।’ এরপর শুরু হয় একটি গান, যার মাধ্যমে গোটা ভারতকে দেখানো হয়, যেখানে কোরাসে ভারতবাসী গাইছে ‘ম্যায় ভি চৌকিদার।’
রাজনৈতিক বিশ্লেষকদের মত, ‘ম্যায় ভি চৌকিদার’ ক্যাম্পেনের মাধ্যমে ক্রমাগত ‘চৌকিদার’ শব্দটিকে নিয়ে বিরোধীদের আক্রমণের, কটাক্ষের জবাব দিলেন মোদী।