প্রথমধাপে এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনী ঢুকল পূর্ব মেদিনীপুরে। গতকাল রাতে রামনগর থানা এলাকায় এসে পৌঁছেছে এই বাহিনী। আজ বিকেল থেকে বাংলা-ওড়িষা বর্ডার এলাকায় এই বাহিনী টহলদারি শুরু করেছে। দিঘা-ওড়িশা বর্ডার এলাকায় একসাথে চেকিং চালাবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রামনগর ও এগরাতে রুটমার্চ করবে। রুটমার্চ করবে দিঘাতেও। নির্বাচন কমিশনের নির্দেশে রামনগর ও এগরা এলাকায় সক্রিয় হচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
পূর্ব মেদিনীপুরে এবারের লোকসভা ভোট ১২ মে। এখনো প্রায় দু মাস বাকি, কিন্তু এখনই মেদিনীপুর জেলায় পা রেখেছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী।
জেলায় আসার পরে আজ থেকেই সক্রিয় হয়ে উঠেছে এই বাহিনী। দিঘা পর্যটন কেন্দ্র তারা রোডমার্চ শুরু করে দিয়েছে। নাকা চেকিং চলছে উড়িষ্যা বর্ডার সংলগ্ন এলাকায়। উড়িষ্যা বর্ডার সংলগ্ন পূর্ব মেদিনীপুরের বাধিয়া অঞ্চলে আজ থেকেই টহলদারি দিচ্ছে এই আধাসামরিক বাহিনী।
এবারের ভোটে সবদল এখনও প্রার্থী ঘোষণা করেনি। প্রচারকার্যও সেভাবে শুরু হয়নি। তার আগেই কিন্তু এলাকার দাপিয়ে বেড়াচ্ছে আধা সামরিক বাহিনী। এলাকার মানুষকে নির্বিঘ্নে ভোট দেওয়ার আশ্বাস দিতেই এই আগমন বলেই মনে করছেন এলাকার মানুষ।