লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে৷ হাতে আর মাত্র কয়েকটা দিন৷ রাজ্যজুড়ে চলছে প্রস্তুতি পর্ব৷ অবাধ এবং শান্তিপুর্ণভাবে নির্বাচন মেটাতে মরিয়ে নির্বাচন কমিশন৷ এমন সময়ে নির্বাচন কমিশনের কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল কমিশন৷
শনিবার এবং রবিবারেও এবার পুরোদম কাজ চলবে নির্বাচন কমিশনের কার্যালয়ে৷ আগামী নির্দেশ না আসা পর্যন্ত এই ছুটি বাতিলের নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয় কমিশনের তরফে৷
অন্যদিকে স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করার প্রক্রিয়া জোরকদমে চালাচ্ছে নির্বাচন কমিশন৷ সেই লক্ষ্যে রাজ্য পুলিশের কাছে বিভিন্ন থানা থেকে বিগত দিনের তথ্য-পরিসংখ্যানও তারা সংগ্রহ করেছে৷ স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করে এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে টহলদারি দেওয়া হবে বলে রাজ্যে মুখ্য নির্বাচনী অধিকারিকের দফতর থেকে জানা গিয়েছে৷৷
সূত্রের খবর, প্রথম ধাপে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা বাহিনী আসছে এই রাজ্যে৷ প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আসতে আসতে বাড়ানো হবে৷ ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে স্ট্রং রুম এবং ভোট গণনা পর্বের নিরাপত্তার দায়িত্বে৷