দিল্লি টেস্টে আড়াই দিনে জয় পেয়েছে ভারত। ভাল জায়গায় থেকেও ব্যাটিং ধসের কারণে ম্যাচ হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও আড়াই দিনে শেষ হয়েছে। ঘরের মাঠে ভারতের এই দাপট দেখে মোটেই উচ্ছ্বসিত হতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতির মতে, ঘরের মাঠে ভারতের এমন দাপট খুবই স্বাভাবিক ব্যাপার।
রবিবার ভারত জেতার পর টুইট করেন সৌরভ। তিনি লেখেন, “ভারতের দ্বিতীয় টেস্ট জয়ে একেবারেই অবাক নই। ভারতীয় দলকে অনেক অভিনন্দন। ঘূর্ণি পিচে ম্যাচের যে কোনও সময়ে যে কোনও প্রতিপক্ষের থেকে ভাল ব্যাট এবং বল করে ভারত।” সৌরভের কথায় পরিষ্কার, অস্ট্রেলিয়া যে ভারতের এই বোলিং আক্রমণের সঙ্গে পাল্লা দিতে পারবে না, তা আগে থেকেই জানতেন।
ভারতের পারফরম্যান্স নিয়ে সাম্প্রতিক অতীতেও মুখ খুলেছেন সৌরভ। তিনি বোর্ড সভাপতি থাকাকালীনই কোচ করা হয় রাহুল দ্রাবিড়কে। নিজের প্রাক্তন সতীর্থকে নিয়ে সম্প্রতি সৌরভ বলেন, “এক মাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া কোচ দ্রাবিড়ের পারফরম্যান্স বেশ ভাল। সেই প্রতিযোগিতার সেমিফাইনালেও উঠেছিল ভারত। একটা ম্যাচ জিততে পারলেই ফাইনালে পৌঁছে যেত।’’ ভারতীয় দলের কোচ হিসাবে দ্রাবিড় আগামী দিনেও সাফল্য পাবেন বলেই বিশ্বাস সৌরভের। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘দ্রাবিড় আগামী দিনেও ভাল কাজ করবে। আমাদের উচিত ওকে যথেষ্ট সময় দেওয়া। সবে এক বছর হয়েছে। এক জন কোচের মূল্যায়ন করার জন্য এই সময়টা খুবই কম।’’
সৌরভ মনে করেন দ্রাবিড়ের হাতে ভারতীয় দলের ভবিষ্যৎ সুরক্ষিত। তিনি বলেছেন, ‘‘এই দলের সার্বিক উন্নতি হবে দ্রাবিড়ের কোচিংয়ে। আমরা শুভমন গিলকে দেখতে পাচ্ছি। ব্যাটার হিসাবে কত উন্নতি করেছে। আরও কয়েক জন ব্যাটারেরও বেশ উন্নতি হয়েছে। সাদা বলের ক্রিকেট সূর্যকুমার যাদব দুর্দান্ত খেলছে। তাই দ্রাবিড়কে আরও কিছুটা সময় দেওয়া দরকার। আমি নিশ্চিত ও ভাল কাজ করবে।’’