রাহুলের ব্রোঞ্জ, বিশ্বচ্যাম্পিয়নশিপে সর্বকালীন রেকর্ড ভারতের

দীপক পুনিয়া ফাইনাল বাউট থেকে সরে দাঁড়ালেও রাহুল আওয়ারে খুশি এনে দিনের ভারতীয় শিবিরে৷ কাজাখাস্তানে অনুষ্ঠিত কুস্তির বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন তিনি৷ এই নিয়ে এবারের বিশ্বচ্যাম্পিয়নশিপে মোট পাঁচটি পদক জেতে ভারত, যা তাদের সর্বকালীন রেকর্ড৷

৬১ কেজি ফ্রি-স্টাইল ইভেন্টের ব্রোঞ্জ পদক বাউটে রাহুল ১১-৪ ব্যবধানে পরাস্ত করেন প্যান-আমেরিকা চ্যাম্পিয়ন টাইলার লি গ্র্যাফকে৷ রাহুলের ব্রোঞ্জ জয়ের সঙ্গে সঙ্গে এবারের বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের পদক সংখ্যা দাঁড়ায় পাঁচ৷ এর আগে ২০১৩ সালে ভারত বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতেছিল৷ এতদিন সেটাই ছিল ভারতের সেরা পারফরম্যান্স৷ তা ছাপি এবার সর্বকালীন নজির গড়ে ভারতীয় দল৷

রাহুল ম্যাটে নামার আগে ৮৬ কেজি ফ্রি-স্টাইল ইভেন্টের ফাইনালে ইরানের হাজসান ইয়াজদানির বিরুদ্ধে লড়াইয়ে নামার কথা ছিল দীপকের৷ তবে গোড়ালির চোটের জন্য ফাইনালে খেলতে নামেননি ভারতীয় তারকা৷

আগের দিন প্রথম রাউন্ডের লড়াইয়ের সময়েই গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি৷ চোট নিয়েই ফাইনালে উঠে নিজের আগ্রাসন জাহির করেন পুনিয়া৷ তবে চোট গুরুতর রূপ নেওয়ায় ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোই শ্রেয় মনে করেন তিনি৷ ফলে ইরানিয়ান কুস্তিগীড়কে সোনা এবং দীপককে রুপোপ পদক প্রদান করা হয়৷

এর আগে এবারের বিশ্বচ্যাম্পিয়নশিপে মেয়েদের ৫৩ কেজি ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ জেতেন ভিনেশ ফোগত৷ ছেলেদের ৬৫ কেজি ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ পদক দখল করেন বজরং পুনিয়া৷ ৫৭ কেজিতে ব্রোঞ্জ জিতেছেন রবি দাহিয়া৷ পরে দীপকের রুপো ও রাহুলের ব্রোঞ্জ পজকে ভারত প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.