জঙ্গি কর্মকাণ্ড তে জড়িত সন্দেহে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন কর্মকর্তার বাড়িতে অভিযান। আটক করা হয়েছে ওই ব্যাক্তির পরিবারের সদস্যদের।
ঘটনাস্থল নারায়ণগঞ্জ প্রাথমিকভাবে সন্দেহ, নিষিদ্ধ কোনও ইসলামি সংগঠনে জড়িত তারা। প্রাক্তন ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি , তার ছোট ভাই জামাল উদ্দিন রফিক ও রুমির স্ত্রী জান্নাতুল ফুয়ারা অনুকে পুলিশ আটক করেছে। এতে এলাকায় উত্তেজনা।
সোমবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার পিকুনিতে জঙ্গি আস্তানা সন্দেহে এই বাড়ি ঘিরে নেয় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গুলশন হামলার পরে একাধিক জঙ্গি আস্তানায় চলেছে অভিযান। আসন্ন দুর্গা পূজার সময় বাংলাদেশে নাশকতার আশঙ্কা রয়েছে।
পুলিশ জানাচ্ছে, সন্দেহ করা হচ্ছে বাড়িটির ভিতরে রয়েছে প্রচুর বিস্ফোরক সামগ্রী। অভিযানে অংশ নিয়েছে বোমা বিশেষজ্ঞদের দল। জানা গিয়েছে অবসরপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার পরিবারের পুত্রবধু অনু অন্য একটি ব্যাংকের উচ্চপদস্থ কর্মী। এই পরিবারের কয়েকজন উচ্চশিক্ষিত।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও বাংলাদেশ জঙ্গি দমন শাখা সিটিটিসি জানাচ্ছে, অভিযান এখনো চলছে। বিপুলসংখ্যক পুলিশ এলাকা ঘিরে রেখেছে। সোমবার সকালেই বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে কোনও বোমা থাকলে তা নিষ্ক্রিয় করতে রোবট ব্যবহার করার প্রস্তুতি নেওয়া হয়েছে। রোবট ব্যবহার করে জঙ্গি ডেরায় বিস্ফোরক নষ্ট করার কাজ শুরু হয়েছে৷