বাবুল হেনস্তায় দোষীদের গ্রেফতারের দাবিতে রাজ্যপালকে ডেপুটেশন এবিভিপির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul supriyo) নিগ্রহের ঘটনায় এবার “যাদবপুর চলো” অভিযানের ডাক দিল এবিভিপি (ABVP)। আগামী সোমবার গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur university) পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। ওইদিন দুপুর ১২টায় গোলপার্কে জমায়েত, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল হবে। এই মিছিল শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাইরে এক পথসভা করবেন এবিভিপির নেতারা। মূলত, বাবুল সুপ্রিয়র ওপর হামলাকারীদের কঠোর শাস্তি ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবিভিপির ছাত্রছাত্রীদের মারধোরের প্রতিবাদেই এই মিছিল বলে জানানো হয়েছে।

শনিবার রাজভাবনে রাজ্যপাল জগদীপ ধনকড়কে একটি স্মারকলিপি দেওয়া হয় এবিভিপির পক্ষ থেকে। সেই স্মারক লিপিতে হেনস্থায় অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানানো হয়। পরে রাজভবনে সাংবাদিকদের এ কথা জানান বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক আশীষ চৌহান।

জয় ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.