সকাল থেকে ঘন কুয়াশার মধ্যেই ফের ঊর্ধ্বমুখী পারদ। সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর। এক ধাক্কায় ২ ডিগ্রি কমেছে তাপমাত্রা। মাঘের শুরুতেই কলকাতা-সহ জেলায় বাড়ছে তাপমাত্রা। মকর সংক্রান্তির পরই বাড়ছে পারদ। পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, রবিবার থেকে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা। ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারির মধ্যে বাড়তে বাড়তে কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে প্রধানত পরিস্কার আকাশ। তবে সকালে সন্ধ্যে শীতের আমেজ থাকবে। দিনের বেলায় শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার থেকেই শহরের তাপমাত্রা বাড়তে শুরু করবে। অর্থাৎ শীত বিদায় নিতে শুরু করবে। দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরে দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে।