আবারও সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত বাংলাদেশে। এমনিতে প্রতিনিয়তই বাংলাদেশী হিন্দুরা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে। এবার, সম্প্রতি এক সংখ্যালঘু হিন্দুর দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কট্টরপন্থী মুসলিমদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে মঙ্গলবারে বাংলাদেশের লঞ্চঘাট এলাকার মহসিন মার্কেটে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভান্ডারে। সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে যে, উক্ত দোকানে এক মুসলিম ব্যবসায়ী খাবার খাওয়ার জন্য যায়। খাবারের মূল্য ৪০ টাকা দাঁড়ানোর পরে দোকানদার সেটি টাকা চাইলেই বাঁধে কান্ড। অভিযোগ, উক্ত মুসলিম ব্যবসায়ী টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন।
এই অবস্থায় দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেলে, এর মাঝেই হিন্দু দোকানদারের হাত মুসলিম ব্যবসায়ীর দাড়িতে হাত পড়ে গেলে, ঘটে বিপত্তি। উক্ত ব্যবসায়ী এলাকা থেকে চলে তো যায়, কিন্তু বাইরে গিয়ে দাড়ি টানার গুজব ছড়াতে শুরু করে। পরে কিছুক্ষণের মধ্যে শতাধিক সংখ্যাগুরু মুসলিম ব্যক্তি দোকানের সামনে হাজির হয় ও দোকানের ভাঙচুর চালিয়ে লুটপাট করে।