Makar Sankranti: মকর সংক্রান্তির মেলায় মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ১, আহত বহু

মকর সংক্রান্তির মেলায় হুড়োহুড়ির ভয়ংকর পরিণতি। পায়ের চাপে পিষ্ট হয়ে প্রাণ হারালেন ১ জন। আহত কমপক্ষে ১২ জন। এদের বেশ কয়েকজনের আঘাত গুরুতর। শনিবার এমন মর্মান্তিক ঘটনা ঘটে ওড়িশার কটক জেলার আথাগড়ের গোপীনাথপুর-বাদমবা টি ব্রিজের কাছে। 

মকর সংক্রান্তির ওই মেলা উপলক্ষ্যে বাদামবায় জমায়েত হয়েছিলেন লাখ খানেক মানুষ। মেলা চলাকালীন আচমকাই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১ জনের। এখনওপর্যন্ত ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বাদামবার বিধায়ক দেবী প্রসাদ মিশ্র সংবাদমাধ্য়মে জানিয়েছেন, ওই পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অঞ্জনা সাইনি(৪৫) নামে এক মহিলার। আহতদের এসসিবি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

বাদামবা হাসপাতালের চিকিত্সক ডা রঞ্জন কুমার বারিক জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। আহতদের কটকের হাসপাতালে ভ্তি করা হয়েছে।

ওই ঘটনায় নিহতকে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতরা হাসপাতালে ফ্রি-তে চিকিত্সা পাবেন। 

স্থানীয় সূত্রে খবর, আচমকাই মেলায় পুণ্যার্থীর সংখ্যা বেড়ে যায়। সবাই সিংহনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। তা নিয়েই প্রতিযোগিতা শুরু হয়ে য়ায়। তাতেই ঘটে য়ায় এমন দুর্ঘটনা। করোনার জন্য গত ২ বছর মহানদীর তীরের ওই তীর্থস্থানে জমায়েত হতে দেওয়া হয়নি। এবছর জমায়েতে কোনও বাধা ছিল না। তাতেই লোকসংখ্যা বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.