প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করার কথা বললেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাটেরিয়া। তাঁর কথায়, ‘সংবিধান বাঁচাতে হলে মোদীকে মেরে ফেলা ছাড়া কোনও উপায় নেই’। তাঁর মন্তব্যের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই কংগ্রেস নেতার বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার।
কংগ্রেস নেতা রাজা পাটেরিয়া বলেন, ‘দেশের গণতন্ত্রকে ধ্বংস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতি, ধর্ম, ভাষা-সমস্ত কিছুর ভিত্তিতে ভেদাভেদ করছেন তিনি’। এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন রাজা। ‘দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন বিপন্ন। তাই সংবিধানকে বাঁচাতে গেলে মোদিকে হত্যা করতে হবে’ -এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘দেশের সকল মানুষের মনের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে হারাতে পারছে না কংগ্রেস। সেই জন্যই মোদীকে মেরে ফেলার পরিকল্পনা করছে তারা। এটাই কংগ্রেসের মানসিকতা। আপাতত এফআইআর দায়ের করা হয়েছে। আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে’।