বয়স মাত্র ১৬। এই বয়সেই বেদ, ন্যায়, পুরাণের সবকটি পর্যায় পাশ করে ফেলেছে প্রিয়ব্রত। সবথেকে কম বয়সে ‘মহাপরীক্ষা’ পাশ হইচই ফেলে দিয়েছে এই ছেলে। আর তার এই সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার একটি টুইট করে জানানো হয়, ১৬ বছরের প্রিয়ব্রত ইতিহাস তৈরি করেছে। তার বাবা দেবদত্ত পাতিল ও মা অপর্ণা দেবীর কাছে সে বেদ ও ন্যায় পড়েছে।
শ্রী মোহনা শর্মার কাছে ব্যাকরণ মহাগ্রন্থ পড়েছে। তেনালি পরীক্ষার ১৪টি লেবেল মাত্র ১৬ বছরের পাশ করেছে প্রিয়ব্রত। মহাপরীক্ষা পাশ করা কণিষ্ঠতম সে।
এই টুইটের পর বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা আসতে থাকে প্রিয়ব্রতর উদ্দেশে। টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইট করে তিনি বলেন, “দারুণ খবর। এই কীর্তির জন্য প্রিয়ব্রতকে অনেক শুভেচ্ছা। তার এই কীর্তি আরও অনেককে অনুপ্রেরণা জোগাবে।”
শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করে তাদের দু’বছর অন্তর এই তেনালি পরীক্ষা হয়। এই পরীক্ষার ১৪টি লেবেল থাকে। ১৪টি লেবেল পাশ করার পরেই তাকে মহাপরীক্ষা পাশ করা বলে। সেটাই এত অল্প বয়সে করে খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা পেল প্রিয়ব্রত।