হায়দ্রাবাদে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর হামলার অভিযোগ উঠল শাসকদল টিআরএসের বিরুদ্ধে। বেগমবাজার এলাকায় জনসভা ছিল হিমন্তর। সভা চলাকালীন টিআরএস বাহিনী মঞ্চে উঠে হিমন্তর হাত থেকে মাইক কেড়ে নিয়ে ভাঙার চেষ্টার করে। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে অসম এবং তেলেঙ্গানায়।
অসমের মুখ্যমন্ত্রী জেড-প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন। কীভাবে নিরাপত্তাব্যুহ ভেঙে একদল লোক মঞ্চে উঠে এমন তাণ্ডব করতে পারল তা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। কাঠগড়ায় তেলেঙ্গানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি টি নান্দু টিআরএসের গোশামহল বিধানসভার ইনচার্জ। শর্মা মঞ্চে ওঠার পর থেকেই টিআরএস কর্মীরা হট্টগোল শুরু করে।
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন অসম বিধানসভার ডেপুটি স্পিকার নুমাল মোমিন। গতকালের ঘটনা নিয়ে তিনি বলেন, তেলেঙ্গানা সরকার একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতেও ব্যর্থ। এই ঘটনার জন্য কেসিআরের আসামের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।’
গণেশ উৎসব এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য ভাগ্যনগর গণেশ উৎসব কমিটির অতিথি হয়ে হায়দরাবাদ গিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। আসলে দক্ষিণের ওই রাজ্যটিতে আসন্ন বিধানসভা ভোটে অসমের মুখ্যমন্ত্রীকে প্রচারে গুরুদায়িত্ব দিতে চলেছে বিজেপি। যে ভূমিকায় এতদিন ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।