মঙ্গলবারই ভারতে এসে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তারপরেও বাংলাদেশে বন্ধ হল না হিন্দু নির্যাতন। এবার শ্মশান নির্মাণে বাধা দিল স্থানীয় মুসলিম বাসিন্দারা। রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হল শ্মশানে চারপাশের দেওয়াল। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার অন্তর্গত বাঘরা গ্রামের ঘটনা।
শ্রীনগরে মাত্র ৪, ০০০ হিন্দুর বসবাস। কিন্তু এলাকায় হিন্দুদের কোনও শ্মশান না থাকায় মৃতদেহ সৎকার করতে সমস্যায় পড়তেন তাঁরা। এ নিয়ে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হন হিন্দুরা। পরে প্রশাসনের তরফে শ্মশান নির্মাণের জন্য এক বিঘা জমি নির্ধারিত করা হয়। তারপরই হিন্দুদের উদ্যোগে শ্মশান নির্মাণের কাজ শুরু হয়। মাটি ফেলে শ্মশানের জমি উঁচু করা হয় এবং চারপাশে দেওয়া হয় পাঁচিল।
এই মধ্যে গত ২৭ আগস্ট শ্মশান নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় স্থানীয় মুসলিম বাসিন্দারা। তাঁরা শ্মশান নির্মাণ বন্ধ করার দাবি তুলে মিছিল বের করেন। সেই মিছিলে একাধিক মুসলিম নেতা উষ্কানিমূলক বক্তব্য দেন।
তারপরেই ওইদিন রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা শ্মশানের এক পাশের পাকা দেওয়াল ভেঙে ফেলে। আর এই পরিস্থিতি ঘিরে এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এলাকায় পুলিশের টহল চলছে।