এশিয়া কাপের ফাইনালে খেলে ফেলল পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ট্রফি জেতার দাবিদার হিসাবে শুরু করলেও ফাইনালে উঠতে পারেনি ভারত। সুপার ফোর থেকেই বিদায় নিয়েছে তারা। ফলে মোটা অঙ্কের পুরস্কারমূল্যও হাতছাড়া হতে চলেছে তাদের। শ্রীলঙ্কা বা পাকিস্তান যে-ই জিতুক, বোর্ডের কোষাগারে ঢুকতে চলেছে মোটা অর্থ।
এশিয়া কাপ যারা জিতবে, তারা পাবে এক কোটি ৫৯ লাখ ৫৩ হাজার টাকা। রানার্স-আপ দল পাবে ৭৯ লাখ ৬৬ হাজার টাকা। ফলে দু’দলের কাছেই সুযোগ থাকছে মোটা টাকা জেতার। পাকিস্তান শেষ বার এশিয়া কাপ জিতেছিল ২০১২ সালে। শ্রীলঙ্কা জেতে তার দু’বছর পর। ফাইনালে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে শ্রীলঙ্কা। মোট তিন সাক্ষাতে দু’বার পাকিস্তানকে হারিয়েছে তারা। ট্রফি জয়ের বিচারেও এগিয়ে শ্রীলঙ্কা। পাকিস্তান যেখানে দু’বার জিতেছে, সেখানে শ্রীলঙ্কা জিতেছে পাঁচ বার। শীর্ষে থাকা ভারত সাত বার ট্রফি জিতেছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে শ্রীলঙ্কা এশিয়া কাপ জেতার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিল। এ বারও সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ফলে শ্রীলঙ্কার কাছে সুযোগ রয়েছে এশিয়া কাপ জিতে পুরনো কৃতিত্ব স্পর্শ করার।