ভোট প্রচারের চূড়ান্ত পর্যায়ে এসেও ‘রাজধর্ম’ পালন করলেন নরেন্দ্র মোদী।
এমনিতে ভোট যত এগিয়ে আসছে, তত দেশের রাজনৈতিক নেতা কর্মীরা একে অপরের প্রতি আক্রমণের মাত্রা বাড়িয়ে দিচ্ছেন। এমনকী অনেক ক্ষেত্রে তা লাগাম ছাড়া পর্যায় চলে যাচ্ছে বলেও অনেকের মত। এমন সময় নিজের রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদেশের প্রধান দলগুলির নেতৃত্বকে দেশের নাগরিকদের ভোটদানে উদ্বুদ্ধ করতে অনুরোধ করলেন।
বুধবার সকালে এই মর্মে টুইট করেন মোদী। নিজের টুইট ট্যাগ করেন রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, মায়াবতী, এমকে স্টালিন, তেজস্বী যাদব প্রমুখকে।
প্রধানমন্ত্রী লেখেন, ‘দেশের মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করুন। অধিকাংশ নাগরিক ভোট দিলে তবেই গণতন্ত্র সুরক্ষিত হবে।’