1/4চেক-ইন কাউন্টারে বোর্ডিং পাস দেওয়ার জন্য যাত্রীদের থেকে কোনও চার্জ নিতে পারবে না। নির্দেশ দিল কেন্দ্র।
2/4বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে যাত্রীদের বোর্ডিং পাস দেওয়ার জন্য বাড়তি কোনও অর্থ নেওয়া যাবে না।
3/4কেন্দ্রের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, বোর্ডিং পাস দেওয়ার জন্য উড়ান সংস্থাগুলি যে যাত্রীদের থেকে বাড়তি টাকা নিচ্ছে, সেই বিষয়টি মন্ত্রকের নজরে এসেছে। সেই বাড়তি চার্জ নেওয়ার কোনও বিধান নেই।
4/4আপাতত উড়ান সংস্থার কাউন্টারে বিমানের টিকিট চাইলে যাত্রীদের থেকে ২০০ টাকা ধার্য করা হয়। করোনাভাইরাস সংক্রান্ত লকডাউনের পর থেকে সেই নিয়ম চালু করা হয়েছিল। যাত্রীরা যাতে ই-বোর্ডিং পাসের পথে হাঁটেন, সেজন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।