1/6বার্মিংহ্যামেই কমনওয়েলথ গেমসের ইতিহাসে পদক জয়ের নিরিখে সর্বকালীন রেকর্ড গড়তে পারে ভারত। তবে বাকিদের মাঝেও ভারত মেডেল জয়ের জন্য কাদের দিকে আলাদা করে তাকিয়ে থাকবে, দেখে নেওয়া যাক সেই তালিকা।
2/6 টোকিও অলিম্পিক্সের সোনা জয়ী নীরজ চোপড়া বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের সব থেকে বড় সম্ভাবনা। তিনি জ্যাভেলিন থ্রোয়ে লড়াই চালাবেন ভারতের হয়ে।
3/6ব্যাটমিন্টনে ভারতের প্রধান পদক সম্ভাবনা হলেন পিভি সিন্ধু। ২০১৪ সালে ব্রোঞ্জ ও ২০১৮ সালে রুপো জিতেছেন পিভি। এবার কি তবে সোনার পদক অপেক্ষা করে রয়েছে সিন্ধুর জন্য?
4/6কমনওয়েলথ গেসমের ভারোত্তলনে ভারত বরাবর ভালো পারফর্ম্যান্স উপহার দেয়। সন্দেহ নেই এবার মীরুবাই চানুর কাছ থেকে পদক আশা করে রয়েছে দেশ।
5/6বজরং পুনিয়া-সহ একাধিক কুস্তিগীড়ের গলায় এবছর কমনওয়েলথ গেমসের পদক দেখছে ভারত। তবে রবি দাহিয়া যেরকম ফর্মে রয়েছেন, তাতে ৫৭ কেজি বিভাগে সোনা জয়ের অন্যতম দাবিদার তিনি।
6/6লভলিনার কাছ থেকে ভারত পদক আশা করবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে মেয়েদের বক্সিংয়ের ৫০ কেজি বিভাগে নিখাত জারিনও কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম পদক সম্ভাবনা।