কলকাতার অধিকাংশ স্কুলে ঘোষিত হল ছুটি। এই ছুটির ঘোষণা করা হয়েছে মূলত ২১শে জুলাই উপলক্ষ্যে। উল্লেখ্য, শুধুমাত্র বেসরকারি স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। স্কুল বন্ধ রাখা প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, ২১শে জুলাই তারিখে তথা বৃহস্পতিবারে যাতায়াতে অসুবিধা দেখা দিতে পারে, আর সেই জন্যই স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, করোনা আবহের জেরে ভার্চুয়ালি পালিত হয়েছিল ২১শে জুলাইয়ের অনুষ্ঠান। সেই ভার্চুয়াল পর্ব কাটিয়েই এবার স্বাভাবিকইভাবে পালিত হতে চলেছে ২১শে জুলাই। মূলত বিশাল সমাবেশ করে এই অনুষ্ঠান পালন করা হতে চলেছে। এই সমাবেশ প্রসঙ্গে ঘাসফুল শিবিরের দাবি, এই সমাবেশে রেকর্ড সংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত থাকবে।
এদিকে, সমাবেশ নিকটবর্তী এলাকাতেই অবস্থিত একাধিক স্কুল। এই অবস্থায় পড়ুয়াদের যাতায়াতে সমস্যার যাতে না হয়, সেইজন্য ধর্মতলা লাগোয়া কয়েকটি স্কুল বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। এই প্রসঙ্গে ওয়েলিংটনের একটি স্কুলের বক্তব্য, “হস্পতিবার পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার ক্লাস নেওয়া হবে”।
2022-07-20