বাড়ি হোক, গাড়ি হোক বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণ,- শেষ কিস্তির টাকা জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে গচ্ছিত রাখা দলিল, ডকুমেন্ট ফেরত দিতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে।
শুক্রবার বিকেলে শেয়ার মার্কেট বন্ধ হওয়ার পর নয়াদিল্লির শাস্ত্রী ভবনে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দিনে পষ্টাপষ্টি জানিয়ে দেন, ব্যাঙ্কের ক্রেতাদের যেন আর কোনও রকম হেনস্থার মুখে পড়তে না হয় তা সুনিশ্চিত করতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে।
বাড়ি, গাড়ি বা ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার প্রক্রিয়াও আরও সরল করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বস্তুত বাড়ি, গাড়ি বা ব্যবসার জন্য লোন নিতে গেলে সেই সংক্রান্ত দলিল দস্তাবেজ ব্যাঙ্কের কাছে গচ্ছিত রাখতে হয়। কিন্তু সাধারণ মানুষের আম অভিজ্ঞতা হল, শেষ কিস্তির টাকা শোধ করার পরেও ওই গচ্ছিত রাখা দলিল দস্তাবেজ ফেরত পেতে হয়রান হতে হয়। এমনকী বহু সময় দেখা যায়, দলিল ফেরত দিতে ৬-৭ মাস সময় নিয়ে নেয় ব্যাঙ্ক।
সাধারণ মানুষের এই হয়রানি নিয়েই এ দিন উদ্বেগ প্রকাশ করেন নির্মলা সীতারমন। বুঝিয়ে দেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে এই ধরনের ঘটনা মানসিক বাধা হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এই বাধা দূর করতে দায়িত্ব নিতে হবে ব্যাঙ্কগুলিকেই।
পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশ্য পরিষ্কার। বাজারে এখন নগদের তীব্র সংকট তৈরি হয়েছে। অর্থমন্ত্রী চাইছেন, মানুষের ঋণ নেওয়া ও ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ হোক। মানুষ ব্যাঙ্ক থেকে আরও ঋণ নিক। তাতে বাজারে নগদের সমস্যা কমবে। অর্থনীতির চাকা ঘুরবে।