তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, শোভন চট্টোপাধ্যায় বললেন, ‘পথহারা নদী থেকে পারে উঠেছি।’ উল্লেখ্য, গত ১৪ অগাস্ট দিল্লির বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার রাজ্য দফতরে তাঁদের বরণ করেন দিলীপ ঘোষ। এরপরেই শোভনেই নাটকীয় উক্তি।
প্রসঙ্গত, গতবছরের ২০ নভেম্বর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। এরপর ২২ নভেম্বর কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেন। তারপর থেকে গত কয়েক মাস সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন। তবে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল এই সময়ে।
অবশেষে তা বাস্তবায়িত হল।
এদিনের সাংবাদিক সম্মেলনে শোভন বলেন, ‘৪০ বছর রাজনীতিতে নানা জায়গায় দায়িত্ব সামলেছি। অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছিলাম। পথ হারানো নদী থেকে পাড়ে উঠেছিলাম। যন্ত্রণাময় পরিস্থিতিতে গত ৮ মাস দলীয় বা পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচিতে ছিলাম না। দিলীপ ও জয়প্রকাশদা এসে বললেন, ক’দিন আর বাড়িতে বসে থাকবে।’
কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের আরও বক্তব্য, ‘বাংলাকে আবার মুক্ত করার সময় এসেছে। ভালো কর্মী হতে হবে আমাকে। দিলীপদা গাইড করবেন।’