দু’দিনে মুকেশ অম্বানির সম্পত্তি বাড়ল ২৯,০০০ কোটি টাকার

এর আগে আর কোনও ভারতীয় ধনীর এতটা সম্পত্তি বাড়েনি৷ সোমবার সংস্থার বার্ষিক সাধারণ সভার পর দুদিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রি-এর প্রোমোটার তথা সবেচেয়ে বড় শেয়ারহোল্ডার মুকেশ অম্বানি আরও বড়লোক হলেন, সম্পত্তি বাড়ল ২৯,০০০ কোটি টাকার৷

৪২তম বার্ষিক সাধারণ সভায় বেশ কিছু ঘোষণা হয়েছিল যার মধ্যে ছিল ২০ শতাংশ শেয়ার বেচে দেওয়া হবে একেবারে তেল থেকে কেমিক্যাল সৌদি আরবের অ্যারামকো-কে৷ পরিকল্পনা করা হয় ১৮ মাসের মধ্যে নিট ঋণ কমিয়ে আনা হবে এবং পরের মাসে জিও ফাইবার বাজারে আনা হবে ৷ যারফলে দালাল স্ট্রিটে তার পরের দুদিনে ইতিবাচক প্রভাব পড়ে৷ দেখা যায় শেয়ারের দাম ১১ শতাংশ বেড়ে যেতে৷

যারফলে গত শুক্রবার যেখানে শেয়ারের দাম ছিল ১১৬২ টাকা সেখানে বুধবার তা বেড়ে দাঁড়ায় ১২৮৮.৩০ টাকা৷ ১২ অগস্ট বার্ষিক সাধারণ সভার পর অম্বানির সম্পদ বেড়েছে ৪ বিলিয়ন ডলার (২৮,৬৮৪ কোটি টাকা)৷

ব্লুমবার্গ বিলিওনীয়র সূচক অনুসারে মুকেশ অম্বানি ধনীদের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন ৪৯.৯ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে৷ এশিয়ার সবচেয়ে এই ধনী গত এক বছরে ৫.৫৭ বিলিয়ন ডলার অন্যদিকে রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে ১৫ শতাংশ৷

রিলায়েন্সের সবচেয়ে বড় লেনদেন হল সৌদি আরামকো, এই রোড ম্যাপ করে ২০২১ সালের মধ্যে শূণ্য ঋণে পৌছে যাবে ৷ মুডিজ ইনভেস্টর সার্ভিস জানিয়েছে, ভারতের এই সংস্থার অ্যারামকো-কে শেয়ার বেচার ঘোষণা ঋণের ক্ষেত্রে ইতিবাচক ৷ মরগ্যান স্টানলি এই শেয়ারের টার্গেট দাম ১৩৪৯টাকার সাপেক্ষে ‘ইক্যুয়াল ওয়েট’ থেকে বাড়িয়ে ‘ওভারওয়েট’ করেছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.