গাড়ি শিল্পে সংকট মেটাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দ্বারস্থ হলের গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের কর্তারা৷ কারণ ইতিমধ্যেই দেখা গিয়েছে গাড়ি শিল্পে মন্দার জেরে এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যুক্ত প্রায় ১০ লক্ষ কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত।
পাশাপাশি রীতিমতো বিক্রি কমায় গাড়ি ডিলারদের শো-রুম বন্ধ করে দিতে দেখা গিয়েছে ৷ যারফলে ইতিমধ্যে দু’লক্ষ কর্মী কাজ হারিয়েছেন বলে জানিয়েছে গাড়ির ডিলার সংস্থাগুলির সংগঠন ফেডারেশন অফ অটো ডিলার্স অ্যাসোসিয়েশন (ফাডা)।
এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন দেশের গাড়ি সংস্থাগুলির কর্তারা। যাদের মধ্যে ছিলেন মারুতি সুজুকির চেয়ারম্যান আর সি ভার্গব, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার অটোমোটিভ সেক্টরের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা, (যিনি গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের প্রেসিডেন্ট)৷
তাছাড়া ছিলেন গাড়ি যন্ত্রাংশ নির্মাণ সংস্থাগুলির সংগঠন এসিএমএ এবং ডিলারদের সংগঠন ফাডার প্রতিনিধিরাও ছিলেন। এনারা গাড়ি শিল্পকে উজ্জীবিত করার কোনও প্যাকেজ ঘোষণারও আর্জি জানান অর্থমন্ত্রীর কাছে৷
অর্থমন্ত্রীর কাছে তাদের দাবি দাওয়ার মধ্য ছিল গাড়ির উপর জিএসটি কমানোর ৷ পাশাপাশি মন্ত্রীর কাছে কর্মী ছাঁটাই সহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন গাড়ি শিল্পের কর্তারা৷ সেই সব সমস্যা সমাধানের উপায় অর্থমন্ত্রী জানতে চান বলে দাবি করেছেন এরা৷ পাশাপাশি তাদের আশা, পরিস্থিতি সামাল দিতে সরকার একগুচ্ছ সুবিধা ঘোষণা করতে পারে৷ তবে ঋণনীতিতে রিজার্ভ ব্যাংক সুদের হার কমানোর পদক্ষেপকে ইতিবাচক মনে করেছেন এঁনারা ৷