Special measures to help victims of the war crisis between Ukraine and Russia, initiated by Hindu Swayamsevak Sangha (HSS), Ukraine – ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধকালীন সংকটে ‘হিন্দু স্বয়ংসেবক সংঘ, ইউক্রেন’-এর উদ্যোগে দুর্গতদের সহায়তার জন্য বিশেষ ব্যবস্থা

যাবতীয় কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের আকাশে হানা দিচ্ছে রাশিয়ার যুদ্ধ বিমান। যুদ্ধে মৃত্যুর খবর বাড়ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় চিন্তায় উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছেন সেখানে থাকা প্রবাসী ভারতীয়দের পরিবারজনরা।
একের পর এক খারাপ খবর আসছে ইউক্রেন থেকে। ভারতীয় ছাত্রদের অনেকেই আটকে আছেন সেখানে। মাটির তলায় গোপন সুড়ঙ্গে কোনওরকমে ঠাঁই পেয়েছেন ।

ইউক্রেনের আকাশে বারুদের গন্ধ। ‘ঠান্ডা যুদ্ধ’-র প্রায় ৪০ বছর পর ফের দু’ভাগে বিভক্ত বিশ্ব। একদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা এবং রাশিয়াকে সমর্থন করছে চিন। এই পরিস্থিতিকে অনেকেই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’র আগের মুহূর্ত বলে ব্যাখ্যা করছেন। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের কোন দেশ কোন পক্ষকে সমর্থন করছে।

এক্ষেত্রে অনায়াসে আমেরিকার শত্রু কিউবার সমর্থন পাবে রাশিয়া। চিন আগেই জানিয়ে দিয়েছে যে এই লড়াইয়ে রাশিয়ার পাশে রয়েছে তারা।

এছাড়া একসময়ে সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা আর্মেনিয়া, কাজাখস্তান, কর্গিস্তান, তাজিকিস্তান এবং বেলারুসের সমর্থন পাচ্ছেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আফগানিস্তানে তালিবান শাসক কায়েম হওয়ার পর সুরক্ষার স্বার্থে পশ্চিম এশিয়ার দেশগুলো রাশিয়াকেই সমর্থন করবে। আজারবাইজান এবং মধ্য প্রাচ্যের ইরানকেও পাশে পাবে মস্কো। এছাড়া পারমাণবিক যুদ্ধ শুরু হলে উত্তর কোরিয়ারও সমর্থন পাবে রাশিয়া।

ন্যাটো (NATO) অন্তর্ভুক্ত ইউরোপীয় দেশগুলোকে পাশে পাবে ইউক্রেন। বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লাক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, ব্রিটেন এবং আমেরিকার সমর্থন পাবে ইউক্রেন। 

এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াও ইউক্রেনকে সমর্থন করছে। 
 
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধকালীন সংকটের সময় ‘হিন্দু স্বয়ংসেবক সংঘ, ইউক্রেন’-এর কার্যকর্তারা সেখানে বসবাসকারী ভারতীয়দের সহায়তার জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তুলেছেন । যাঁদের আপনজন এই ভয়াল সময়ে ইউক্রেনে আটক হয়ে পড়েছেন, কোনরকমের সহায়তার জন্য তাঁদের ( https://forms.gle/eABJQMrgyusyxb7P7 ) – এই গুগল ফর্ম পূরণ করতে এবং নীচে দেওয়া কার্যকর্তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে বলুন।

সূর্য মণি জি +38 073 1008 108
বিপুল জি +380963206366

সর্বে ভবন্তু সুখিন: ………..

यूक्रेन युद्ध संकट काल के समय में हिंदू स्वयंसेवक संघ, यूक्रेन के कार्यकर्ताओं ने वहां रह रहे अप्रवासी भारतीयों की सहायता आदि के लिए एक व्यवस्था बनाई है | जिनके परिजन वहां फंसे हैं, उन्हें वहां किसी भी प्रकार की सहायता के लिए निम्नोक्त गूगल फॉर्म भरने के लिए कहें और नीचे दिए गए वहां के कार्यकर्ताओं से संपर्क करें |

https://forms.gle/eABJQMrgyusyxb7P7

सूर्य मणि जी +38 073 1008 108
विपुल जी +380963206366

सर्वे भवन्तु सुखिन: ………..

In the time of the Ukraine war crisis, Hindu Swayamsevak Sangh, volunteers of Ukraine have made a system to help the NRIs living there. Those whose relatives are trapped there, ask them to fill the following google form for any kind of help there The contacts of the volunteers are given below.

https://forms.gle/eABJQMrgyusyxb7P7

Surya Mani Ji +38 073 1008 108
Vipul Ji +380963206366

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.