সাবধান SBI গ্রাহকরা! ঝামেলা ছাড়া অ্যাকাউন্ট চালু রাখতে অবশ্যই এই কাজটা করতে হবে

1/10আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক? সেক্ষেত্রে এই খবরটি আপনার অবশ্যই জানা প্রয়োজন।  ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)

অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য নয়া অ্যালার্ট জারি করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।  ফাইল ছবি : রয়টার্স (Reuters)
2/10অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য নয়া অ্যালার্ট জারি করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।  ফাইল ছবি : রয়টার্স (Reuters)
এটি না করলে নিরবিচ্ছিন্ন ব্যাঙ্কিং পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
3/10এটি না করলে নিরবিচ্ছিন্ন ব্যাঙ্কিং পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
আগামী মার্চ মাসের শেষের আগেই এই কাজটি সেরে ফেলতে হবে অ্যাকাউন্ট হোল্ডারদের।  ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/10আগামী মার্চ মাসের শেষের আগেই এই কাজটি সেরে ফেলতে হবে অ্যাকাউন্ট হোল্ডারদের।  ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
এর আগেও এ বিষয়ে একাধিকবার মনে করিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
5/10এর আগেও এ বিষয়ে একাধিকবার মনে করিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
কী সেই কাজ?  (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Mint)
6/10কী সেই কাজ?  (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Mint)
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাতে হবে।  ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT)
7/10আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাতে হবে।  ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT)
নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ না সারলে সেই PAN গুলি অকার্যকর বলে গণ্য করা হবে। কিন্তু কোথা থেকে প্যান-আধার লিঙ্ক করবেন? ছবি : টুইটার (Twitter)
8/10নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ না সারলে সেই PAN গুলি অকার্যকর বলে গণ্য করা হবে। কিন্তু কোথা থেকে প্যান-আধার লিঙ্ক করবেন? ছবি : টুইটার (Twitter)
আয়কর দফতরের e-Filing ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে।  (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)
9/10আয়কর দফতরের e-Filing ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে।  (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)
Link Aadhaar সেকশনে যেতে হবে। সেখানে প্যান, আধার নম্বর ও নাম লিখতে হবে। (ছবি সৌজন্য মিন্ট) (Mint)
10/10Link Aadhaar সেকশনে যেতে হবে। সেখানে প্যান, আধার নম্বর ও নাম লিখতে হবে। (ছবি সৌজন্য মিন্ট) (Mint)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.