কাশ্মীর ইস্যুতে যে সাহস ও দক্ষতার পরিচয় দিয়েছে টিম মোদী, তা গোটা দেশের গর্ব৷ এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাওয়া উচিত৷ এমনই মনে করছেন মধ্যপ্রদেশের রতলাম লোকসভা আসনের বিজেপি সাংসদ গুমান সিং দামর৷
তাঁর মতে মোদী ভারতের যুগপুরুষ৷ নয়তো এভাবে তাঁর আগে কাশ্মীরের জন্য কোনও প্রধানমন্ত্রী ভাবেননি৷ ৩৭০ ধারা অবলুপ্তির মত একাধিক কঠিন সিদ্ধান্ত নিতে তিনি পিছপা হননি বলে দাবি দামরের৷ সাংসদ বলেন বিভিন্ন দেশে তিনি সমাদৃত৷ ভারতের মধ্যেও তাঁকে সেই সম্মান দেওয়া উচিত আমাদের৷ তাঁকে ভারতরত্নে ভূষিত করা উচিত৷
সোমবার লোকসভায় জিরো আওয়ার চলাকালীন এই প্রস্তাব রাখেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ৷ এদিন রবি কিষাণ, সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর, বিজয় কুমার দুবে, বিষ্ণু দত্ কেন্দ্র সরকারের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন৷ এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে সংসদে দাবি করেন তাঁরা৷
এর আগে এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরশাহী থেকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁকে জায়েদ মেডাল দেওয়ার কথা ঘোষণা করে ওই দেশ। ২০১৮ তে এই মেডাল দেওয়া হয়েছিল চিনের প্রেসিডেন্ট জিংপিং-কে।
আরব আমিরশাহীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পোক্ত করার জন্য নরেন্দ্র মোদীকে এই সম্মান দেন সেদেশের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহয়ান। কোনও দেশের রাজা বা রাষ্ট্রেনেতাদের আরব আমিরশাহীর পক্ষ থেকে সর্বোচ্চ এই সম্মান দেওয়া হয়।
এর পরেই রাশিয়ান ফেডারেশনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয় মোদীকে। ভারতে রাশিয়ান দূতাবাসের তরফ থেকে ট্যুইট করে এই তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘Order of St Andrew the Apostle সম্মান দেওয়ার কথা জানানো হয়। কূটনৈতিক সম্পর্কে বিশেষ অগ্রগতির জন্য এই সম্মানে ভূষিত করা হয় মোদীকে।
Order of St Andrew the Apostle হল রাশিয়ার সবথেকে পুরনো ও সর্বোচ্চ সম্মান। ২০১৭-তে চিনের প্রেসিডেন্ট জি জিংপিং-কে এই পুরস্কার দেওয়া হয়েছিল। এই নিয়ে মোট আন্তর্জাতিক মানের সাতটি সম্মানে ভূষিত হন মোদী। এর আগে আফগানিস্তান, দক্ষিণ কোরিয়া, প্যালেস্টাইন, সৌদি আরবের মত দেশ থেকে পুরস্কার পান তিনি।