অবশেষে! ৪ বছর পর ডিজিলকার বা এম পরিবহণ-কে মান্যতা দিল পশ্চিমবঙ্গ সরকার

1/5উপরের ছবির মতো অভিজ্ঞতা অনেক আরোহী-চালকেরই হয়েছে। তবে আর চিন্তা নেই। অবশেষে এম-পরিবহণ, ডিজিলকারের মতো অ্যাপে মান্যতা দিল পশ্চিমবঙ্গ সরকার। পরিবহণ দফতর এ বিষয়ে নির্দেশিকা দিয়েছে। প্রতীকী ছবি(এডিটেড) : পিটিআই (PTI)

২০১৮ সালেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক ডিজিটাল নথিকে মান্যতা দেয়। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই নির্দেশিকাও পাঠানো হয়। বলা হয় মোটর ভেহিক্যাল আইন অনুযায়ী এই প্রক্রিয়া বৈধ। অথচ পশ্চিমবঙ্গে তা এতদিন কার্যকর ছিল না। ফাইল ছবি : এমপরিবহণ (MParibahan)
2/5২০১৮ সালেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক ডিজিটাল নথিকে মান্যতা দেয়। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই নির্দেশিকাও পাঠানো হয়। বলা হয় মোটর ভেহিক্যাল আইন অনুযায়ী এই প্রক্রিয়া বৈধ। অথচ পশ্চিমবঙ্গে তা এতদিন কার্যকর ছিল না। ফাইল ছবি : এমপরিবহণ (MParibahan)
রাজ্যে যে এটি কার্যকর নয়, তা জানতেন না অনেকেই। ফলে রাস্তায় ট্রাফিক পুলিশকর্মীকে ডিজিটাল নথি দেখাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন। সবসময়ে কাগজপত্র নিয়ে ঘোরাটাও কোনও কাজের কথা নয়। তার সুরাহা হিসাবে ডিজিলকার বা এম-পরিবহণের মতো অ্যাপ তো আছেই! কিন্তু সেটা দেখালেও মানতেন না ট্রাফিক পুলিশের কর্মীরা। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা জানাতেন, 'রাজ্যের পরিবহণ দফতর এখনও নোটিশ দেয়নি।' প্রতীকী ছবি : পিটিআই (PTI)
3/5রাজ্যে যে এটি কার্যকর নয়, তা জানতেন না অনেকেই। ফলে রাস্তায় ট্রাফিক পুলিশকর্মীকে ডিজিটাল নথি দেখাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন। সবসময়ে কাগজপত্র নিয়ে ঘোরাটাও কোনও কাজের কথা নয়। তার সুরাহা হিসাবে ডিজিলকার বা এম-পরিবহণের মতো অ্যাপ তো আছেই! কিন্তু সেটা দেখালেও মানতেন না ট্রাফিক পুলিশের কর্মীরা। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা জানাতেন, ‘রাজ্যের পরিবহণ দফতর এখনও নোটিশ দেয়নি।’ প্রতীকী ছবি : পিটিআই (PTI)
তবে এখন আর সেই নিয়ে চিন্তা নেই। গাড়িতে নথি না থাকলেও চলবে। ডিজিলকার বা এম পরিবহণ অ্যাপে থাকা ডিজিটাল নথি দেখালেই হবে। প্রতীকী ছবি : এএনআই (Rahul Singh/ANI)
4/5তবে এখন আর সেই নিয়ে চিন্তা নেই। গাড়িতে নথি না থাকলেও চলবে। ডিজিলকার বা এম পরিবহণ অ্যাপে থাকা ডিজিটাল নথি দেখালেই হবে। প্রতীকী ছবি : এএনআই (Rahul Singh/ANI)
অন্যদিকে কোনও নিয়ম ভাঙলে অ্যাপের মাধ্যমেই চালান কাটা হবে। প্রতীকী ছবি : পিটিআই (PTI)
5/5অন্যদিকে কোনও নিয়ম ভাঙলে অ্যাপের মাধ্যমেই চালান কাটা হবে। প্রতীকী ছবি : পিটিআই (PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.