থাইল্যান্ড ওপেন জিতে ইতিহাস সাত্যিক-চিরাগ জুটির

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ-কোরীয় জুটিকে হারিয়ে প্রথম ভারতীয় জুটি হিসেবে কোনও বিডব্লুএফ ৫০০ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছিলেন শনিবার। আর রবিবার বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটিকে হারিয়ে থাইল্যান্ড ওপেনে ইতিহাস রচনা করলেন অবাছাই সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। প্রথম ভারতীয় ডাবলস জুটি হিসেবে কোনও বিডব্লুএফ ৫০০ খেতাব জিতলেন তারা। এযাবৎ কেরিয়ারে এটাই সবচেয়ে বড় খেতাব সাত্যিক-চিরাগ জুটির।

হউমার্ক ইন্ডোর স্টেডিয়ামে থাইল্যান্ড ওপেনের ফাইনালে এদিন সকলকে কার্যত অবাক করে বিশ্বচ্যাম্পিয়ন জুটিকে ধরাশায়ী করেন অন্ধ্র-মহারাষ্ট্র জুটি। ১ ঘন্টা ২ মিনিটের ফাইনালে ভারতীয় জুটির পক্ষে ম্যাচের ফল ২১-১৯, ১৮-২১, ২১-১৮। এই জয়ের ফলে কেরিয়ারে প্রথমবার ডাবলস র‍্যাংকিংয়ে প্রথম দশে জায়গা করে নেবেন এই ভারতীয় জুটি। বিশ্বচ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিনা জুটির লি জুন হুই ও লিউ ইউ চেনের বিরুদ্ধে র‍্যাংকিংয়ে ১৬ নম্বরে থাকা ভারতীয় জুটির এই জয় নিশ্চিতভাবে চমকপ্রদ।

দ্বিতীয় বাছাই চিনা জুটির বিরুদ্ধে আন্ডারডগ হিসেবেই ফাইনালে অভিযান শুরু করে সাত্যিক-চিরাগ জুটি। যদিও বিপক্ষকে বাড়তি সমীহ না করে কোর্টে এদিন নিজেদের সেরাটা উজাড় করে দেয় ভারতীয় জুটি। দুরন্ত টিমওয়ার্কে বিগ ফাইনালে বাজিমাত করেন তারা। প্রথম গেম ১০-৬ ব্যবধানে এগিয়ে গিয়ে বিপক্ষের উপর শুরুতেই চাপ সৃষ্টি করে সাত্যিক-চিরাগ। উত্তেজক প্রথম গেমে নার্ভ ধরে রেখে ২১-১৯ ব্যবধানে বাজিমাত করেন তারা।

দ্বিতীয় গেম জিতে স্ট্রেট সেটে বাজিমাত করার সুযোগ থাকলেও দ্বিতীয় গেমে অভিজ্ঞতাকে হাতিয়ার করে কামব্যাক করে চিনা জুটি। ১৮-২১ ব্যবধানে দ্বিতীয় গেম নিজেদের দখলে নেন লি জুন হুই ও লিউ ইউ চেন। এরপর নির্ণায়ক সেটেও এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন জুটি। কিন্তু নিজেদেরকে উচ্চতার শিখরে তুলে ধরে চিনা জুটিকে ছাপিয়ে এগিয়ে যান দুই তরুণ ভারতীয় শাটলার। শেষ অবধি ২১-১৮ ব্যবধানে নির্ণায়ক সেট জিতে ইতিহাস রচনা করেন সাত্যিক-চিরাগ।

সিঙ্গলসে পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, এইচএস প্রণয়, কিদাম্বি শ্রীকান্তদের পাশাপাশি ডাবলসে দীর্ঘদিন বাদে ভারতীয় ব্যাডমিন্টনের এই সাফল্য আগামিদিনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.