দাম কমলো ক্যান্সারের ওষুধের ন্যাশনালত ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এমন ক্যান্সারের ঔষধের তালিকা প্রকাশিত করেছেন যার দাম কমেছে। তাতে দেখা গেছে ৩৯০টি ক্যান্সারের ওষুধের দাম সর্বোচ্চ শতাংশ পর্যন্ত কমেছে। এছাড়া বেন্ডা মুস্টাইন, বোর্ডটি জমিব, পিমিটার এক্সেইড এর মত ৩৮ টি ওষুধের দাম কমেছে ৭৫ শতাংশেরও বেশি। ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটি একটি বিবৃতি জারি করে এ খবর জানিয়েছে। এই বিবৃতি তে বলা হয়েছে ৩৯০ টি অ্যান্টি ক্যান্সার লঞ্চ সিডিউল মেডিসিনের দাম সর্বোচ্চ ৮০ শতাংশ অব্দি কমানো হয়েছে। ৮ ই মার্চ থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রায় ২২ লক্ষ্য ক্যান্সার রোগী। হিসেব বলছে তাতে বছরে ৮০০ কোটি টাকা বাঁচবে তাদের।
৩৯০ টি ওষুধের মধ্যে কোন ওষুধে কত টাকা ছাড় দেওয়া হবে তা স্পষ্ট করা হয়েছে। ৩৮ টি ব্যান্ডের ওষুধের ওপর ৭৫%তার চেয়ে একটু বেশি ছাড় পাওয়া যাবে। ১২৪ টি ব্র্যান্ডের ওষুধের মিলবে ৫০ থেকে ৭৫ শতাংশ ছাড়। আর ১২১ টি ওষুধের ওপর ২৫ থেকে ৫০ শতাংশ অব্দি ছাড় দেওয়া হবে। আর ১০৭ টি ব্র্যান্ডের ওষুধের ওপর ৩০ শতাংশের কম ছাড় দেওয়া হবে।