বিশ্ব জুড়ে জলবায়ু বিরূপতা তৈরি হয়েছে। বাংলাদেশ এই তালিকায় অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ুর বিরূপ প্রভাব রুখতে বিশেষ উদ্যোগী ফুটবল সম্রাট পেলে। তিনি এই কাজে বাংলাদেশ সরকারকে পাশে চান। এই মর্মে ভিডিও বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনাকে।
জলবায়ুর বিরূপ প্রভাব রুখতে পেলের উদ্যোগে শুরু হতে চলেছে আর্থ কাপ। সেই টুর্নামেন্টের সফলতার জন্য বাংলাদেশ সরকার ও বঙ্গবন্ধু কন্যার কাছে সহযোগিতা চেয়েছেন পেলে। ভিডিও বার্তায় পেলে জানিয়েছেন-‘হ্যালো প্রধানমন্ত্রী হাসিনা, আপনার জন্য শুভ কামনা। একসঙ্গে কাজ করার সুযোগ সেটা হবে দারুণ, এই কথাটাই আপনাকে বলতে চাই। আমি মনে করি, এটা সবার জন্যই ভালো হবে। আশা করি, শিগগিরই আপনার দেখা পাব।’ বাংলাদেশের সংবাদমাধ্যম জানাচ্ছে এই খবর। ঢাকার ওয়েব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর।
রিপোর্টে বলা হয়েছে, পেলে নিজে উদ্যোগী হয়েছেন শেখ হাসিনাকে এই ভিডিও বার্তা পাঠিয়ে দিতে। সেই কারণে লন্ডনে শেখ হাসিনার সাক্ষাৎ চান পেলের বিশেষ প্রতিনিধি সাইফুল আমিন ভূঁইয়া। কিন্তু শেখ হাসিনার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তিনি জানান, পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিস-এর অংশ হিসেবে এই আর্থ কাপ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা। এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছিলেন পেলে।
ওই চিঠিতে পেলে লিখেছেন-জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ধরিত্রী বাঁচানোর আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে আমি অভিভূত। বাংলাদেশ ফুটবল প্রিয় দেশ। এই দেশে ব্রাজিলের সমর্থক এত বেশি যে গত ফুটবল বিশ্বকাপে খোদ ব্রাজিল সরকার বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছিল। শুধু তাই নয়, ব্রাজিলের সংবাদ মাধ্যমে বারবার বাংলাদেশি ব্রাজিলিয়ান সমর্থকদের বিষয়ে প্রতিবেদন তুলে ধরে। তবে বাংলাদেশে আর্জেন্টিনা ও জার্মানির ফ্যানের সংখ্যাও কম নয়।
মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক রয়েছেন এখানে। জলবায়ুর বিরূপতা রুখতে আর্থ কাপ নিয়ে আশাবাদী কিংবদন্তি পেলে। তিনি আশা রেখেছেন বাংলাদেশ সরকারও এই উদ্যোগে পাশে থাকবে। কারণ বাংলাদেশও জলবায়ু বিরূপতার মুখে পড়েছে।