পুনর্নবীকরণের জন্য আবেদন করা হয়নি বা কেন্দ্র অনুমোদন দেয়নি। সেই কারণে প্রায় ৬,০০০ স্বেচ্ছাসেবী সংস্থার বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স বাতিল হয়ে গিয়েছে। যে তালিকায় আছে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড ইনস্টিটিউটও (এসআরএফটিআই)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যানে এমনই তথ্য উঠে এল।ট্রেন্ডিং স্টোরিজ
বিষয়টির সঙ্গে অবহিত কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৬,০০০ স্বেচ্ছাসেবী সংস্থার বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স বা ২০১০ সালের ফরেন কন্ট্রিউবিউশন রেগুলেশন অ্যাক্টের (এফসিআরএ) রেজিস্ট্রেশন রদ হয়ে গিয়েছে। একলপ্তে এত সংখ্যক সংস্থা এফসিআরএয়ের আওতার বাইরে চলে যাওয়ার ব্যাখ্যা করেছেন এক উচ্চপদস্থ আধিকারিক। তিনি জানান, ওই সংস্থাগুলির তরফে বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স পুনর্নবীকরণের জন্য আবেদন করা হয়নি বা কেন্দ্র ওই সংস্থাগুলির লাইসেন্স পুনর্নবীকরণ করেনি স্বরাষ্ট্র মন্ত্রক।