পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কলকাতা হাইকোর্টে বিজেপির দায়ের করা আপিল মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করলেন বিচারপতি। শুক্রবার এই মামলার শুনানিতে কমিশনের আইনজীবীকে আদালতের প্রশ্ন, ‘আপনারা কি ব্যাপারটায় গুরুত্ব দিচ্ছেন না?’
কলকাতা পুরভোটের নিরাপত্তার আয়োজন নিয়ে কমিশনের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। তাতে কত বাহিনী মোতায়েন হচ্ছে? ভোটারদের সুরক্ষায় কী পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়েছিল আদালত। কিন্তু কমিশনের তরফে জমা দেওয়া তথ্যে এদিন অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। এর পর প্রধান বিচারপতি কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন, আপনারা কি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। তবে এই মামলায় কোনও রায় দেয়নি আদালত। শনিবার মামলার অন্তবর্তী রায়দান হতে পারে বলে আদালত সূত্রের খবর।ট্রেন্ডিং স্টোরিজ
কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই আবেদন খারিজ না করলেও কোন বাহিনী দিয়ে ভোট হবে তা ঠিক করার ভার কমিশনের ওপরে ছেড়েছিল সিঙ্গল বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় বিজেপি।