দলে দলে মুসলিম সনাতনে শান্তির খোঁজে, আর তাতেই গাত্রদাহ কট্টরপন্থীদের, মিমের নেতা ওয়াসিম রিজভীকে (জিতেন্দ্র নারায়ণ ত্যাগী) জুতোপেটা করার ল6ক্স4A,ডাক দিলো, বললো ১১ লক্ষ টাকা দেবে এই কাজের জন্য

ভারতে পরে গেছে ধর্মান্তকরণের হিড়িক। বহুদিন ধরে মুসলিম সমাজের মধ্যে যে ধর্মত্যাগের চোরাস্রোত বইছিলো তারই বহিঃপ্রকাশ ঘটছে এখন। রিজভীর পর কেরালার চলচ্চিত্র নির্মাতা আলী আকবর ও ইসলাম ছাড়ার কথা ঘোষণা করেন। আর এতে গাত্রদাহ শুরু কট্টরপন্থীদের।

অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীনের মোরাদাবাদ জেলার সভাপতি ওয়াকি রশিদ সম্প্রতি হিন্দু ধর্মে ধর্মান্তরিত শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভীকে জুতোপেটা করার দাবি জানিয়েছে। সে বলেই ফেলেছে জুতো পেটকারীকে ১১ লাখ টাকা দেবে।

রিজভী স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে নতুন নাম নেন জিতেন্দ্র নারায়ণ ত্যাগী। সামাজিক মাধ্যমে তাঁর হবন কুন্ডে আহুতি প্রদানের ছবি দাবানলের মতো ছড়িয়ে পরে যা দেখে অস্বস্তি হয় ধর্মান্তকরণের মাফিয়াদের। শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া ট্রল, কিন্তু তাতে আর লাভ কি যা হওয়ার তো হয়েই গেছে। বরং এই প্রবণতা নতুন মাত্রা পাচ্ছে মুসলিমদের মধ্যে। পশ্চিম বাংলায় ও হিন্দু সংহতির ছায়াতলে হাজারো মুসলিম সনাতনের শেকড়ে শান্তির সন্ধান করছে।

মিমের নেতা রশিদ সহ্য করতে না পেরে বলেই ফেলেছে রিজভীকে জুতোপেটা করতে সে উৎসাহ দেবে।
সে নাকি আবার জেলা শাসক ও রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে রিজভীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। মহম্মদের বিরুদ্ধে বই লেখার জন্য রিজভীর উপর খাপ্পা সে।

এর আগে হায়দরাবাদের কংগ্রেস নেতা রিজভীর মাথার দাম রেখেছে ৫০ লক্ষ টাকা।
ফিরোজ খান মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে নির্নাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, ধর্মীয় পরিচয়ে খান, ওয়াইসিরা এক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.