ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি দীর্ঘদিন ধরে আশানুরূপ পারফর্ম করতে পারছেন না। ভক্তরা তার সেঞ্চুরির অপেক্ষায় রয়েছে। প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বিরাটের বাজে পারফরম্যান্স নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তার মতে, অনেক অভিজ্ঞ খেলোয়াড়কে এমন খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রায় দুই বছর আগে নিজের শেষ শতরান করেছিলেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন তিনি। সেই সেঞ্চুরির পর প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি বিরাট। গত দুই বছরে ১৩ টেস্টে মাত্র ২৬.০৪ গড়ে ৫৯৯ রান করেছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক।
বিরাটের এই পারফরমেন্স নিয়ে উত্তর দেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ সঞ্জয় বাঙ্গার। একটি আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই বাঙ্গারকে বিরাট কোহলি নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট কোহলির সেঞ্চুরির খরা কাটাতে পারবেন কিনা? এই প্রশ্নের উত্তরে বাঙ্গার বলেন, ‘সব মিলিয়ে ৫৭টি ইনিংস হয়েছে। যেখানে তিনি সেঞ্চুরি করেননি। এমনকি সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়দেরও এমন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে এর মানে এই নয় যে তিনি এর মধ্যে দলে নিজের অবদান রাখেননি।’ট্রেন্ডিং স্টোরিজ
বাঙ্গারের মতে, এর মধ্যে বিরাট সেঞ্চুরি করেননি। তবে দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। বাঙ্গার আরও বলেন, ‘আপনি যদি আগের সিরিজে বিরাট কোহলিকে দেখেন, তিনি অনেক আশ্চর্যজনক কাজ করেছেন। তিনি প্রায়শই ৩৫-৪০ রান করেন এবং এটি ভারতীয় দলকে অনেক সাহায্য করে।’