ভারত বদলে ফেলল চীনের রাষ্ট্রদূত। চীনে রাষ্ট্রদূত পদে নিযুক্ত হলেন অভিজ্ঞ কূটনীতিবিদ প্রদীপকুমার রাওয়াত। কর্ম জীবনের অনেকটা সময়ই তিনি চীন ও ভারতের সম্পর্ক নিয়ে ব্যস্ত থেকেছেন। তাঁর এই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েই এক ধরণের ‘মাস্টারস্ট্রোক’ করতে চলেছে ভারত, এমনটাই মনে করেছে বিশেষজ্ঞমহল।
উল্লেখ্য, চীনের ভারতের তরফে বর্তমানে রাষ্ট্রদূত হিসাবে রয়েছেন বিক্রম মিশরি। তাঁর দায়িত্বই এবার সামলাতে চলেছেন প্রদীপ কুমার রাওয়াত। জানা গেছে, বিক্রম মিশরি রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে বিদেশ সচিব করা হতে চলেছে।
উল্লেখ্য, তিনি ১৯৯০ ব্যাচের আইএফএস আধিকারিক। তিনি প্রথমে বিদেশ মন্ত্রকের তরফে পূর্ব এশিয়া বিভাগের প্রধানরূপে নিজের দায়িত্ব পালন করেছিলে। তারপরে, ২০১৪-১৭ সাল পর্যন্ত পূর্ব এশিয়ার যুগ্ম সচিব পালন করার দায়িত্ব পান। এরপরে, তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত পদে নিযুক্ত থাকেন ২০২০ সাল পর্যন্ত। অবশেষে, চলতি বছরে ম্যান্ডরিন ভাষায় দক্ষ এই কূটনীতিবিদ নেদারল্যান্ডে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলান এবং এই বছরের শেষেই চীনে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্বে নিযুক্ত হলেন।