কোনোরকমে ভেসে রয়েছে মহালক্ষ্মী এক্সপ্রেস, উদ্ধারে সেনা, হেলিকপ্টার, নৌকো

শেষ পর্যন্ত বদলাপুরে প্লাবিত এলাকায় আটকে পড়া মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে বেশির ভাগ যাত্রীকেই উদ্ধার করা গিয়েছে। বিপজ্জনক প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারকাজে ব্যস্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ুসেনা ও নৌসেনা। সেই কাজ এখনও চলছে। হেলিকপ্টারে করে যাত্রীদের উদ্ধার করছে বায়ুসেনা। রয়েছে নৌসেনার ৮টি নৌকো। এই মুহূর্তে অল্প কয়েকটি বগি বাকি রয়েছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে এখনও অবধি ৬০০-র বেশি যাত্রীকে উদ্ধার করা গিয়েছে। যদিও প্রবল বৃষ্টিতে উদ্ধারকাজে চ্যালেঞ্জের মুখে পড়ছেন উদ্ধারকারীরা। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ যাত্রীদের অযথা আতঙ্কিত না-হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, রেল পুলিশ-সহ সব বাহিনীই উদ্ধারকাজ চালাচ্ছে। মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রীদের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে, তাঁদের বদলাপুরে আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের উদ্ধারে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, রেল ট্র্যাকের ২ ফিট উপর দিয়ে বইছে উলহাস নদী। খারাপ খবর হল, আগামী ২ দিনেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শেষ করতে চাইছে সরকার।

প্রসঙ্গত, গতকাল রাত ৩টে সময় বদলাপুরের বন্যা কবলিত এলাকায় আটকে পড়ে মহালক্ষ্মী এক্সপ্রেস। যেখান থেকে গন্তব্য মুম্বইয়ের দূরত্ব ১০০ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.