সেই সময় আর দূর নেই যখন জম্মুকাশ্মীর থেকে ধারা 35A বিলুপ্ত করে দেওয়া হবে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসার পর থেকে সক্রিয়তার সাথে কাজ শুরু করেছেন যার প্রভাব দেখা যেতে শুরু হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীরে অর্ধ-সৈনিক বলের ১০০ টি অতিরিক্তি কোম্পানি পাঠানো হয়েছে। কাশ্মীরে থাকা কাউন্টার বিদ্রোহী গ্রিডকে আরো শক্তিশালী করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। কিছুদিনের মধ্যেই ঘাঁটিতে আরো ১০ হাজার জওয়ান নিযুক্ত করা হবে। 35A এর উপর বড়ো ঘোষণা হলে স্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেটাকে মাথায় রেখে বেশি সংখ্যায় জওয়ান ঘাঁটিতে পাঠানো হচ্ছে।
১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালনের কিছুদিনের মধ্যেই 35A নিয়ে বড়ো ঘোষণা হতে পারে বলে দাবি করা হচ্ছে। মন্ত্রণালয়ের জারি বিবৃতি অনুযায়ী সিআরপিএফের ৫০ জন, বিএসএফের ১০ জন, এসএসবির ৩০ জন এবং আইটিবিপির ১০ টি কোম্পানি নিযুক্ত করা হবে। কাশ্মীর ঘাঁটিতে এমন অনেক কট্টরপন্থী রয়েছে যারা দেশে আগুন লাগানোর প্রয়াস করবে। সেক্ষেত্রে ঘাঁটিতে বেশি সংখ্যায় জওয়ান নিযুক্ত করা খুবই প্রয়োজন।
দেশে 35A বিলুপ্ত হওয়ার দাবি তীব্র হয়ে উঠছে। অজিত ডোভাল সম্প্রতি কাশ্মীরে গেছিলেন। জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের কাশ্মীরে যাওয়াকেও ধারা 35A বিলুপ্ত করার প্রসঙ্গের সাথে জুড়ে দেখা হচ্ছে। অজিত দোভাল সুরক্ষা ব্যাবস্থার পরিষেবা দেখার জন্য ঘাঁটিতে পৌঁছেছিলেন বলে দাবি করা হচ্ছে। 15 আগস্ট এর পর দিল্লী উচ্চস্তরের বৈঠক ডাকা হবে। সেখানে আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। বৈঠক সম্পুর্ন হওয়ার পরই হতে পারে বড়ো ঘোষণা।