ভারী বৃষ্টিপাতের ফলে ফের জলমগ্ন মুম্বই। জলের তলায় চলে গিয়েছে রেললাইন। মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে বদলাপুর-ভাঙ্গানীর মাঝখানে আটকে পড়েছে মুম্বই-কোলহাপুর মহলক্ষী এক্সপ্রেস। জানা গেছে, শুক্রবার রাত ১২ নাগাদ ভারী বৃষ্টিপাতের ফলে মুম্বইগামী রেল লাইন ডুবে যায়। চালক লাইন দেখতে না পেয়ে ট্রেন থামিয়ে দেয়। ফলে সারা রাত ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা খাবার ও পানীয় জল না পেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে।
তবে রেল সূত্রে খবর, রাত ৩টে নাগাদ ২০০০ যাত্রী নিয়ে জলের মধ্যে আটকে রয়েছে মহালক্ষ্মী এক্সপ্রেস। যাত্রীদের উদ্ধার করতে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮টি নৌকা। উদ্ধার কাজে লাগিয়েছে নৌসেনাও। এখনো পর্যন্ত ১১৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুনীল উদাসী জানান, “আমরা যাত্রীদের অনুরোধ করেছি ট্রেন থেকে না নামার জন্য। চারিদিকে জল। ফলে ট্রেনই নিরাপদ আশ্রয়। স্থানীয় পুলিশ, আরপিএফ ও অন্যান্য উদ্ধারকারী দল আপনাদের দেখভাল করার জন্য রয়েছে। তাঁদের কথা শুনুন।” এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে মুম্বই থেকে একাধিক ট্রেন দেরিতে চলছে।
উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় ১৮০ মিলিমিটার বৃষ্টি হওয়ায় ফের জলমগ্ন মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা। শনিবার প্রবল বৃষ্টির কারণে মুম্বই বিমানবন্দর থেকেও একাধিক বিমান বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, ভারী বৃষ্টিপাতের জন্য ৭টি বিমান বাতিল করা হয়েছে এবং ৯টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এছাড়া অন্যান্য বিমানগুলি আধ ঘণ্টা দেরিতে চলছে।