বিশ্বের সবথেকে উঁচু স্থান হওয়া লড়াই কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার পরাক্রমকে আজও পুরো জগৎ সন্মান প্রদান করে। কার্গিল যুদ্ধে সেনাদের উৎসাহ বৃদ্ধি করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও রক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন। ১৯৯৯ সালের ১৩ ই জুন অটল বিহারী বাজপেয়ী নিজে রণক্ষেত্রে সেনাদের মনবল বৃদ্ধি করতে হাজির হয়েছিলেন।
প্রধানমন্ত্রী ও রক্ষামন্ত্রীকে টার্গেট করে পাকিস্তান গুলি বর্ষণ করেছিল, তা সত্ত্বেও প্রানের ঝুঁকি নিয়ে উনারা কর্নেল জিপিস কৌশিকের সাথে রণক্ষেত্রে পৌঁছেছিলেন। যেখান থেকে ভারতীয় সেনা রণকৌশল তৈরি করছিল সেখানে পৌঁছে ছিলেন অটল বিহারী বাজপেয়ী।
কার্গিল যুদ্ধ প্রায় ৬০ দিন ধরে হয়েছিল এবং ২৬ শে জুলাই ভারত যুদ্ধে জয়লাভ করে। ভারতের বীর সেনারা পাকিস্তানের সেনাকে ফেরত হারিয়ে ঘরে ফিরতে বাধ্য করে। এই যুদ্ধ অনেক উচ্চতায় হয়েছিল যার জন্য সেনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। অবস্থানের দিক থেকে পাকিস্তানের কাছে বেশি সুযোগ সুবিধা ছিল, কিন্তু তা সত্ত্বেও ভারতের বীর যোদ্ধারা যুদ্ধে জয়লাভ করে।
জানিয়ে দি, আমেরিকা পাকিস্তানের সাথে সাত দিয়ে ভারতকে ভয় দেখানোর প্রয়াস করেছিল। আমেরিকার রাষ্ট্রপতি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ফোন করে পাকিস্তানের পরমাণু অস্ত্রের হুমকি দেখিয়েছিলেন। উত্তরে ভারতের সাহসী প্রধানমন্ত্রী বলেছিলেন- পাকিস্তানের হামলায় ভারতের যা হবে সেটা বুঝে নেব, কিন্তু এমনটা হলে, পরের দিন সূর্য ওঠার আগেই পাকিস্তান শেষ হয়ে যাবে।
অটলজি বুঝিয়ে দিয়েছিলেন যে পরমাণু অস্ত্রের প্রয়োগ হলে উনি ছেড়ে কথা বলবেন না বরং ভূগোল থেকে পাকিস্তানকে মুছে দেবেন।